কাপ্ভাল ক্র্যাটন
ইংরেজি: 
kaapvaal Craton।
 
|  | 
| বর্তমান দক্ষিণ আফ্রিকায় কাপ্ভালের অবস্থান | 
একটি 
ক্র্যাটন বিশেষ।
এটি বৃহত্তর 
	কালাহারি 
ক্র্যাটনের,
	অংশ হিসেবে বিবেচনা করা হয়। 
বর্তমান দক্ষিণ আফ্রিকার লিম্পোপো এবং তৎসংলগ্ন প্রদেশ, বোৎসোয়ানা, 
জিম্বাবুয়ে এবং মোজাম্বিকের দক্ষিণাংশ এই 
ক্র্যাটনের উপর 
অবস্থিত। 
এর আয়তন প্রায় ১২ লক্ষ বর্গকিলোমিটার।  
 লিম্পোপো বলয় 
দ্বারা এই ক্র্যাটন 
জিম্বাবুয়ে 
ক্র্যাটনের সাথে যুক্ত অবস্থায় রয়েছে।
৩৭০ কোটি খ্রিষ্টপূর্বাব্দে 
এই ক্র্যাটনের সূচনা হয়। ৩৬০ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে এই ক্র্যাটন 
সুস্থির দশায় পৌঁছায়। ধারণা করা হয় ৩৬০ থেকে ৩২০ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে কাপ্ভালা ক্র্যাটনের বার্বের্টোন 
গ্রিনস্টোন বলয়ে উদ্ভব হয়েছিল 
মাখাঞ্জোয়া পর্বতমালা।  
৩৬০ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে অপর একটি ক্র্যাটন পিল্বারা 
তার আদি দশা নিয়ে এর সাথে যুক্ত হয়ে যায় এবং উভয় 
ক্র্যাটন মিলিত 
হয়ে তৈরি হয় পৃথিবীর প্রথম মহা-মহাদেশ 
ভাল্বারা। 
৩০০ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে ভাল্বারা ভেঙে যেতে থাকে।   ২৮০ কোটি 
খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে এই 
ভাঙন চূড়ান্ত রূপ লাভ করে। 
এর ভিতরে  
উর মহাদেশটির 
বৃহৎ অংশ 
কেনোরল্যান্ড মহা-মহাদেশের 
সাথে যুক্ত হয়ে যায়। আর 
২৭৭ কোটি খ্রিষ্টপূর্বাব্দে  পিলবারা 
ক্র্যাটনের দক্ষিণাঞ্চলে হ্যামারস্লে বেসিন (Hamersley 
Basin) আত্মপ্রকাশ করে। 
আর কাপ্ভাল ক্র্যাটনের উত্তর প্রান্তে ২৭৫, কোটি খ্রিষ্টপূর্বাব্দে তৈরি হয় 
রেনোস্কটের্কোপ্পিস গ্রিনস্টোন বেল্ট তৈরি হয়। 
 
সূত্র: