বর্তমান দক্ষিণ আফ্রিকায় কাপ্‌ভালের অবস্থান

মাখোঞ্জোয়া পর্বতমালা
Makhonjwa Mountains
অন্যান্য নাম: Barberton Greenstone Belt, Barberton Mountain Land

দক্ষিণ আফ্রিকা এবং সোয়াজিল্যান্ডের মধ্যবর্তী ক্ষুদ্র পর্বতমালা বিশেষ।

ভৌগোলিক অবস্থান: ২৫°৭৮৫'' দক্ষিণ অক্ষাংশ ৩১°০৫২' পূর্ব দ্রাঘিমাংশ। দক্ষিণ আফ্রিকার ম্পুমালাঙ্গা প্রদেশের প্রায় ৮০ ভাগ অংশ জুড়ে এই পর্বতমালা অবস্থিত। এর অবশিষ্ট অংশ রয়েছে পার্শ্ববর্তী সোয়াজিল্যান্ডে। ভূতাত্ত্বিক বিচারে এই পর্বতমালা কাপ্‌ভাল ক্র্যাটন-এর পূর্ব-প্রান্তে অবস্থিত।

সৃষ্টিকাল: ভূবিজ্ঞানীদের মতে- ৩৬০ থেকে ৩২০ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে
কাপ্‌ভাল ক্র্যাটন-এর বার্বের্টোন গ্রিনস্টোন বলয়ে উদ্ভব হয়েছিল।

আয়তন: দৈর্ঘ্য ১২০ কিলোমিটার এবং প্রস্থ ৬০ কিলোমিটার।
উচ্চতা: সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা ৬০০-১৮০০ মিটার।
পর্বত প্রকৃতি: এই পর্বতমালায় রয়েছে বহু পাথুরে পাহাড়। এই পাহাড়গুলো ঘাস এবং নানা ধরণের বৃক্ষরাজি। এই পার্বত্য অঞ্চলের প্রচুর পাইন এবং ইউক্লিপ্টাস গাছ জন্মে।
 

 


সূত্র: