পিল্‌বারা ক্র্যাটন
ইংরেজি: Pilbara Craton
 

একটি ক্র্যাটন বিশেষ। বর্তমানে এই ক্র্যাটনটি বর্তমান অস্ট্রেলিয়ার উত্তর-পশ্চিম অঞ্চলে অবস্থিত। 

৩৬০ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে পিলবারা ক্র্যাটনটি আদি দশায় ছিল। এই সময়ে এটি
কাপ্‌ভাল ক্র্যাটনের সাথে যুক্ত হয়ে যায়। এর ফলে পৃথিবীর প্রথম মহা-মহাদেশ  ভাল্বারা উৎপত্তি  হয়। ২৭০ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে এই ক্র্যাটনটি সুস্থির দশায় পৌঁছায়।

৩৫০-৩২০ কোটি খ্রিষ্টপূর্বাব্দে ভাল্বারার পিলবারা অঞ্চলের রুক্ষ প্রান্তরে হঠাৎ চারটি কার্বন-সমৃদ্ধ গ্রহাণু আঘাত হেনেছিল।
এর ফলে বিপুল উত্তাপ এবং ধুলোবালি বায়ুমণ্ডলকে আচ্ছন্ন করে ফেলেছিল। বাতাসে ছড়িয়ে পড়েছিল নানা ধরনের গ্যাসীয় উপকরণ।
 


সূত্র: