লিম্পোপো বলয়
ইংরেজি: 
Limpopo Belt
 
 বর্তমান 
আফ্রিকার 
দক্ষিঞ্চালে
অবস্থিত জিম্বাবুয়ে ও 
দক্ষিণ আফ্রিকার 
মধ্যবর্তী একটি বলয়। এই বলয়টি 
কাপ্ভাল ক্র্যাটনের 
সাথে 
			জিম্বাবুয়ে 
			ক্র্যাটনকে  
সংযুক্ত করেছে। এই বলয়ে রয়েছে উচ্চমানের রূপান্তরিত শিলা।
বর্তমান 
আফ্রিকার 
দক্ষিঞ্চালে
অবস্থিত জিম্বাবুয়ে ও 
দক্ষিণ আফ্রিকার 
মধ্যবর্তী একটি বলয়। এই বলয়টি 
কাপ্ভাল ক্র্যাটনের 
সাথে 
			জিম্বাবুয়ে 
			ক্র্যাটনকে  
সংযুক্ত করেছে। এই বলয়ে রয়েছে উচ্চমানের রূপান্তরিত শিলা। 
৩৪৬ কোটি 
খ্রিষ্টপূর্বাব্দের দিকে টোকুয়ে এবং ক্ষুদ্রাকার র্হডেস্ডালে ভূখণ্ডের সৃষ্টি 
হয়েছিল। ৩৩০ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে টোকুয়ে ভূখণ্ড সুস্থির দশায় পৌঁছায়। এই 
সময় এর উত্তরে র্হডেস্ডাল ভূখণ্ড যুক্ত হয়ে এই জিম্বাবুয়ে ক্র্যাটন তৈরি করেছিল। 
একই সময়ে উচ্চমানের রূপান্তরিত শিলা দিয়ে ২৫০ কিলোমিটার প্রশস্ত 
লিম্পোপো বলয় 
তৈরি হয়েছিল। মূলত এই বলয় দ্বারাই 
			জিম্বাবুয়ে 
			ক্র্যাটন  
ও কাপ্ভাল ক্র্যাটনের 
সাথে যুক্ত অবস্থায় রয়েছে। ফলে ৩৩০ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে 
			জিম্বাবুয়ে 
			ক্র্যাটন, 
কাপ্ভাল ক্র্যাটন,
এবং 
লিম্পোপো বলয় 
যুক্ত হয়ে একটি বড় ধরনের ভূখণ্ডের ভিত্তি তৈরি করেছিল। এই সময় আফ্রিকার এই অংশটি 
ভাল্বারা মহা-মহাদেশের সাথে যুক্ত ছিল।
সূত্র: