দক্ষিণ আফ্রিকার পতাকা |
দক্ষিণ
আফ্রিকা
South Africa
আফ্রিকা মহাদেশের দক্ষিণাঞ্চলে অবস্থিত একটি স্বাধীন দেশ। এর সরকারি নাম- রিপাব্লিক
অফ সাউথ আফ্রিকা Republic of
South Africa (RSA)।
রাজধানীর নাম জোয়ানেসবার্গ।
ভৌগোলিক অবস্থান: ৩০°
দক্ষিণ
২৫°
পূর্বে।
এর দক্ষিণ দিকে প্রায় ১,৭৩৯ কিলোমিটার জুড়ে
রয়েছে দক্ষিণ আটলান্টিক এবং ভারত মহাসাগর। উত্তরে রয়েছে
নামিবিয়া,
বোৎসোয়ানা এবং
জিম্বাবুয়ে,
উত্তর-পূর্ব দিকে রয়েছে মোজাম্বিক,
সোয়াজিল্যান্ড। এই দেশের
অভ্যন্তরে রয়েছে লেসথো সাম্রাজ্য।
আয়তন: ১,২২১,০৩৭ বর্গকিলোমিটার (৪৭১,৪৪৫ বর্গমাইল)
জনসংখ্যা: ৫৫,৬৫৩,৬৫৪ (২০১৬ খ্রিষ্টাব্দ)
ভাষা: প্রায় ১১টি রাষ্ট্রীয় ভাষা হিসেবে স্বীকৃত। এই ভাষাগুলো হলো-
আফ্রিকান্স, ইংরেজি, ন্দেবেলে,উত্তর সোথো, সোথো, সোয়াজি, ৎসোয়ানা, ৎসোঙ্গা,
ভেন্দা, স্হোসা এবং জুলু। এদের ভিতরে জুলু, স্হোসা এবং আফ্রিকান।
মুদ্রার নাম: দক্ষিণ আফ্রিকান র্যান্ড।
ভূগঠন: দক্ষিণ আফ্রিকার আদিমতম ক্র্যাটন হলো-
কাপ্ভাল। ৩৭০ কোটি খ্রিষ্টপূর্বাব্দে
এই ক্র্যাটনের সূচনা হয়। ৩৬০ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে এই ক্র্যাটন
সুস্থির দশায় পৌঁছায়। ধারণা করা হয় ৩৬০ থেকে ৩২০ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে কাপ্ভালা ক্র্যাটনের বার্বের্টোন
গ্রিনস্টোন বলয়ে উদ্ভব হয়েছিল মাখোঞ্জওয়া পর্বতমালা। এই পর্বতমালার দৈর্ঘ্য ১২০
কিলোমিটার এবং প্রস্থ প্রায় ৬০ কিলোমিটার। এর শৃঙ্গগুলোর উচ্চতা ৬০০ থেকে ১৮০০
মিটার।
৩৬০ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে অপর একটি ক্র্যাটন
পিল্বারা
তার আদি দশা নিয়ে এর সাথে যুক্ত হয়ে যায় এবং উভয় ক্র্যাটন মিলিত
হয়ে তৈরি হয়েছিল পৃথিবীর প্রথম মহা-মহাদেশ
ভাল্বারা। [চলবে...]