|  | 
| জিম্বাবুয়ের পতাকা | 
জিম্বাবুয়ে
ইংরেজি : Zimbabwe।
আফ্রিকা 
মহাদেশের দক্ষিণাঞ্চলের একটি স্থলবেষ্টিত দেশ। 
সরকারি নাম : Republic of Zimbabwe।
রাজধানীর নাম হারারে।
 ভৌগোলিক 
অবস্থান: ২০° 
দক্ষিণ ৩৯° 
পূর্ব। এর উত্তরে জাম্বিয়া, পূর্বে মোজাম্বিক, দক্ষিণে 
দক্ষিণ আফ্রিকা, 
পূর্বে বোৎসোয়ানা ও নামিবিয়া।
ভৌগোলিক 
অবস্থান: ২০° 
দক্ষিণ ৩৯° 
পূর্ব। এর উত্তরে জাম্বিয়া, পূর্বে মোজাম্বিক, দক্ষিণে 
দক্ষিণ আফ্রিকা, 
পূর্বে বোৎসোয়ানা ও নামিবিয়া।
আয়তন: ৩,৯০,৭৫৭ বর্গকিমি (১,৫০,৮৭২ বর্গমাইল)।
 
জনসংখ্যা: ২০১৬ খ্রিষ্টাব্দের অনুমানিক হিসাব 
১,৬১,৫০,৩৬২।
ভাষা: রাষ্ট্রীয় ভাষা ১৬টি। এগুলোর ভিতরে সরকারি ভাষা হিসেবে ব্যবহৃত 
হয়- চেয়ুয়া, চিবারুয়ে এবং ইংরেজি।
 ধর্ম: খ্রিষ্টান।
মুদ্রা: মার্কিন ডলার।