জিম্বাবুয়ে ক্র্যাটন
ইংরেজি: Zimbabwe Craton
 

একটি ক্র্যাটন বিশেষ। বর্তমান আফ্রিকার দক্ষিঞ্চালে অবস্থিত জিম্বাবুয়ে এই ক্র্যাটনের উপর গড়ে উঠেছে। আফ্রিকার দক্ষিণাঞ্চলের রাষ্ট্র জিম্বাবুয়ের নামানুসারে এই ক্র্যাটনের নামকরণ করা হয়েছে।

ধারণা করা হয় ৩৬০ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে সৃষ্টি হয়েছিল এই ক্র্যাটনের আদি ভিত্তিভূমি তৈরি হয়েছিল।  ৩৪৬ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে এই ভিত্তিভূমির দুটি পৃথ্ক অংশের উপর গড়ে উঠেছিল টোকুয়ে এবং ক্ষুদ্রাকার র্হডেস্‌ডালে ভূখণ্ড। এর ভিতরে টোকুয়ে ভূখণ্ড সুস্থির দশায় পৌঁছায় ৩৩০ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে। এই সময় এর উত্তরে অবস্থিত র্হডেস্‌ডাল ভূখণ্ড যুক্ত হয়ে এই জিম্বাবুয়ে ক্র্যাটন আদিরূপ তৈরি করেছিল। এই সময় ২৫০ কিলোমিটার প্রশস্ত  লিম্পোপো বলয় দ্বারা এই ক্র্যাটন কাপ্‌ভাল ক্র্যাটনের সাথে যুক্ত অবস্থায় রয়েছে।
 


সূত্র: