কঙ্গো ক্র্যাটন
Congo Craton
 

একটি ক্র্যাটন বিশেষ। বর্তমান আফ্রিকার কঙ্গো উপত্যাকার এই ক্র্যাটনের  উপর গড়ে উঠেছে। এই ক্র্যাটনটির আদি প্রস্তরসমূহ তৈরি হয়েছিল প্রায় ৩৬০ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে সৃষ্টি হয়েছিল। এই ক্র্যাটনটি সুস্থির দশায় পৌঁছেছিল ২০০ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে। এই ক্র্যাটনের সাথে কাপ্‌ভাল, জিম্বাবুয়ে, তাঞ্জানিয়া এবং পশ্চিম আফ্রিকান ক্র্যাটন মিলিত হয়ে- বর্তমান আফ্রিকা মহাদেশ তৈরি করেছে।

বর্তমান কঙ্গো ক্র্যাটন আফ্রিকার কাসাই অঞ্চল থেকে কঙ্গো পর্যন্ত। এর ভিতরে রয়েছে সুদান, এ্যঙ্গোলা, জাম্বিয়া, গ্যাবোন এবং ক্যামেরুন। এর বর্ধিত অংশ জাম্বিয়ার সাথে যুক্ত হয়ে বাঙ্গুয়েয়ুলু ব্লক তৈরি করেছে।

প্রায় ২৭০ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে কাসাই ব্লক সৃষ্টি হয়েছিল। ধারণা করা হয় তখন এর দৈর্ঘ্য ছিল ২৭০ মাইল (৪৫০ কিমি) এবং প্রস্থ ছিল ২১০ মাইল (৩৫০ কিমি)। এই অংশটি উত্তর-দক্ষিণ কাসাই, ডেনোক্রেটিক রিপাব্লিক অফ কঙ্গো, লুয়াণ্ডা এবং এ্যাঙ্গোলা।

১৩ কোটি খ্রিষ্টপূর্বাব্দে
গোণ্ড্‌ওয়ানা মহা-মহাদেশ বিভাজিত হওয়ার সময়, এই ক্র্যাটন বিভাজিত হলে- এর ক্ষুদ্র অংশ নিয়ে সৃষ্টি হয়েছিল সাও ফ্রান্সিসকো ক্র্যাটন। এই বিচ্ছিন্ন ক্র্যাটনটি ধীরে ধীরে দক্ষিণ আমেরিকার অংশ হয়ে যায়।
 


সূত্র: