উর
মহাদেশ
ইংরেজি:
Ur continent।
প্রাচীন পৃথিবীর একটি মহাদেশ। প্রায় ৩১০ কোটি পূর্বাব্দে এই মহাদেশ সৃষ্টি হয়েছিল।
প্রায় ৩০০ কোটি পূর্বাব্দে পৃথিবীর আদিমতম
মহা-মহাদেশ ভাল্বারা যখন ভেঙে যাচ্ছিল, সেই সময় ভাল্বারার উত্তরাংশে একটি পৃথক স্থলভূমি
তৈরির প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল। এর আকার ছিল বর্তমান অষ্ট্রেলিয়ার চেয়েও ছোট। ভাল্বারার বিচারে তুলনা করে
বিজ্ঞানীরা একে মহাদেশ হিসেবে উল্লেখ করে থাকেন।
জর্মান 'Ur'
শব্দের অর্থ হলো আদি বা মূল। প্রথম মহাদেশে হিসেবে বিজ্ঞানীরা 'উর (Ur)'
গ্রহণ করেছেন। বাংলায় Ur
continent
-এর অর্থ হয় 'আদি মহাদেশ'। ১৯৯৩
খ্রিষ্টাব্দে এর নামকরণ করেছিলেন
Rogers, John J.W.।
সৃষ্টি প্রক্রিয়া
৩২০ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে
ভারতের পশ্চিম কর্ণাটক ক্র্যাটন এবং
সিংভূম ক্র্যাটন
বা উড়িষ্যা ক্র্যাটন যুক্ত হয়ে একটি অখণ্ড ভূখণ্ড তৈরি হয়েছিল।
ধারণা করা হয় ৩১০ খ্রিষ্টপূর্বাব্দের দিকে এই ভূখণ্ডের সাথে ভারতের বর্ধিতাংশ,
আফ্রিকা ও অস্ট্রেলিয়ার অংশ বিশেষ এবং এন্টার্ক্টিকা যুক্ত হয়ে এই
মহাদেশ সৃষ্টি হয়েছিল। সব মিলিয়ে এর আয়তন ছিল বর্তমান অস্ট্রেলিয়া মহাদেশের চেয়েও
ছোটো।
৩০০ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে উর মহাদেশ একটি সুস্থির দশায় পৌঁছেছিল।
২৮০ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে উর মহাদেশ ভাঙতে শুরু
করে। ২৭০ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে
ভাল্বারা
মহাদেশের খণ্ডিত অংশের সাথে উর মহাদেশের অস্ট্রেলিয়া,
এন্টার্ক্টিকা যুক্ত হয়ে
কেনোরল্যান্ড মহা-মহাদেশটি গড়ে ওঠে। এই সময় ভারতীয় ভূখণ্ড
কেনোরল্যাণ্ডের বাইরে ছিল।