সিংভূম ক্র্যাটন
ইংরেজি:
Singhbum craton।
ভারত উপমহাদেশীয় একটি
ক্র্যাটন বিশেষ।
এর অপর নাম ধারবার সিংভূম-উড়িষ্যা ক্র্যাটন (Singhbum-Orissa craton)।
এই ক্র্যাটন-সহ ৬টি ক্র্যাটন মিলিত হয়ে
ভারতীয় ঢাল-ভূখণ্ড তৈরি
হয়েছে।
এর আয়তন প্রায় ৪০০০০ বর্গ কিলোমিটার। এর উত্তরে ছোটোনাগপুর ভূসংগঠন, পূব দিকে রয়েছে
পূর্বঘাটে সচলন বলয়, দক্ষিণ-পশ্চিমে রয়েছে বাস্তার ক্র্যাটন এবং পূর্বে আল্লুভিয়াম
অঞ্চল।
অন্যান্য ক্র্যাটনের মতই
এই ক্র্যাটনের সূচনা হয়েছিল ৪০০ কোটি পূর্বাব্দের দিকে। নানা ভৌগোলিক পরিবর্তনের
পরিবর্তনের মধ্য কিন্তু সুস্থির অবস্থায় এসেছিল ৩২০ কোটি পূর্বাব্দে। এই সময়
কর্নাটক ক্র্যাটনের
পশ্চিমাংশ এবং সিংহভূম ক্র্যাটন যুক্ত হয়ে একটি অখণ্ড ভূখণ্ড
তৈরি করেছিল। ৩১০ কোটি পূর্বাব্দে এই ক্র্যাটন দুটি সুস্থির দশায় পৌঁছে তৈরি করেছিল
উর মহাদেশ।
সূত্র: