ভারতীয় ঢাল-ভূখণ্ড
ইংরেজি:
Indian
Shield।
ভারত উপমহাদেশের একটি ঢাল-ভূখণ্ড বিশেষ।
প্রায় ৩৬০-৩২০ কোটি পূর্বাব্দে এই ঢাল-ভূখণ্ডের সূত্রপাত হয়েছিল রূপান্তরিত শিলার
উৎপত্তির মধ্য দিয়ে। শুরুর দিকে ছোটো ছোটো পাত এবং পাথুরে ব্লক দিয়ে বহু ভূখণ্ড
তৈরি হয়েছিল। এই খণ্ডগুলো জোড়া লেগে লেগে তৈরি হয়েছিল ছোটো বড় বহু
ক্র্যাটন। অনেক ক্ষেত্রে কাছাকাছি
ক্র্যাটনগুলোর ধাক্কাধাক্বিতে বা চাপে, ছোটো ছোটো ক্র্যাটনগুলোর কোনো কোনোটি
সঙ্কুচিত হয়েছে, উত্তোলিত হয়েছে বা নিচের দিকে বসে গেছে। এসব ঘটনার ফলে যখন কোনো
ভূখণ্ড বসে গেছে, তখন তৈরি হয়েছে ভঙ্গিল ভূখণ্ড এবং সেই সূত্রে গ্রস্থ উপত্যাকা। এর নিচু অংশে ম্যাগমার স্তর জমেছে
এবং কালক্রমে তা রূপান্তরিত শিলায় পরিণত হয়েছে। প্রতিটি ঘটনার পরপরই ভূত্বকে নানা
রকম পরিবর্তন ঘটেছে, আর এসবের মধ্য দিয়ে খণ্ডাকারের ছোটো ছোটো ক্র্যাটনগুলো বড় বড় ক্র্যাটনের জন্ম দিয়েছে। আর
শেষ পর্যন্ত সকল ক্র্যাটনের সমন্বয়ে তৈরি হয়েছে ভারতীয় ঢাল-ভূখণ্ড। আধুনিককালের
বিজ্ঞানীরা মনে করেন, ভারত উপমহাদেশীয় ঢাল ভূখণ্ডে রয়েছে অন্ততঃ ছয়টি বড় ধরনের
ক্র্যাটন। এগুলো হলো-
১. কর্ণাটক ক্র্যাটন (Karnataka craton)
২. বাস্তার ক্র্যাটন বা ভান্দ্রা ক্র্যাটন (Bastar craton/Bhandara craton)৩. সিংভূম ক্র্যাটন বা উড়িষ্যা ক্র্যাটন (Singhbhum/Orissa craton)
৪. ছোট নাগপুর ভূসংগঠন (Chhotanagpur)
৫. রাজস্থান ক্র্যাটন (Rajasthan craton)
৬. মেঘালয় ক্র্যাটন ( Meghalaya craton)
সূত্র: