কর্ণাটক ক্র্যাটন
ইংরেজি: Karnataka craton


ভারত উপমহাদেশীয় একটি ক্র্যাটন বিশেষ। এর অপর নাম ধারবার ক্র্যাটন (Dharwar craton। এই ক্র্যাটন-সহ ৬টি ক্র্যাটন মিলিত হয়ে ভারতীয় ঢাল-ভূখণ্ড তৈরি হয়েছে।

এর আয়তন প্রায় ৫০০০ বর্গ কিলোমিটার। এর দক্ষিণাংশে রয়েছে দক্ষিণ গ্রানুলাইট বলয় (
Southern Granulite Belt), উত্তরে রয়েছে দাক্ষিণাত্য ট্র্যাপ (Deccan Trap), উত্তরপূর্বে রয়েছে করিমনগর গ্রানুলাইট বলয় (Karimnagar Granulite belt) পূর্ব দিকে রয়েছে পূর্বাঞ্চলীয় ঘাট সচলন বলয় (Eastern Ghats Mobile Belt)।


অন্যান্য ক্র্যাটনের মতই এই ক্র্যাটনের সূচনা হয়েছিল ৪০০ কোটি পূর্বাব্দের দিকে। নানা ভৌগোলিক পরিবর্তনের পরিবর্তনের মধ্য কিন্তু সুস্থির অবস্থায় এসেছিল ৩২০ কোটি পূর্বাব্দে। এই সময় কর্ণাটক ক্র্যাটনের পশ্চিমাংশ এবং সিংহভূম ক্র্যাটন যুক্ত হয়ে একটি অখণ্ড ভূখণ্ড তৈরি করেছিল। ৩১০ কোটি পূর্বাব্দে এই ক্র্যাটন দুটি সুস্থির দশায় পৌঁছে তৈরি করেছিল উর মহাদেশ
 


সূত্র: