হেয়ার্ন ক্র্যাটন
Hearne Craton

আর্কিয়ন যুগের একটি ক্র্যাটন
কানাডিয়ান ঢাল-ভূখণ্ডের ছয়টি ক্র্যাটনের একটি। বাকি পাঁচটি হলো- স্ল্যাভ ওয়াইয়োমিং,  সুপিরিয়র এবং নাইন, রেই

৩৯৬-৩৯৩ কোটি খ্রিষ্টপূর্বাব্দের
ভিতরে
কানাডিয়ান ঢাল-ভূখণ্ডের এই ক্র্যাটনের  সৃষ্টি-প্রক্রিয়া শুরু হয়েছিল। শুরুর দিকে রেই ক্র্যাটন এবং হেয়ার্ন ক্র্যাটন ছিল প্রতিবেশী। খ্রিষ্টপূর্ব  ২৮০ কোটি থেকে ২৫০ কোটি খ্রিষ্ট-পূর্বাব্দ পরে উভয় ক্র্যাটনের ভিতরে প্রায় ২০০০ কিলোমিটার দীর্ঘ স্নোবার্ড টেক্টোনিক অঞ্চলের সৃষ্টি হয়েছিল। মূলত এই অঞ্চলের সূত্রে উভয় ক্র্যাটনই স্বতন্ত্র ক্র্যাটন হিসেবে আত্ম প্রকাশ করেছিল।

২০০-১৭০ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে হেয়র্ন এবং রেই ক্র্যাটন
স্ল্যাভওয়াইয়োমিং,  সুপিরিয়র ক্র্যাটনের কেন্দ্রে চলে এসেছিল। এসকল ক্র্যাটনের সাথে অন্যান্য ক্র্যাটনের সম্মেলনে সৃষ্টি হয়েছিল লাউরেনশিয়া মহাদেশ