হাইড্রোজেন সায়ানাইড
ইংরেজি:
Hydrogen cyanide
হাইড্রোজেন,
কার্বন নাইট্রোজেন-এর একটি যৌগ গ্যাস।
রাসায়নিক সঙ্কেত :
HCN

 

এটি একটি বর্ণহীন, কিন্তু বিষাক্ত গ্যাস। এর গলনাঙ্ক -১৩.৪ ডিগ্রি সেলসিয়াস ও স্ফুটনাঙ্ক ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। আণবিক ভর ২৭.০২৫৩ g/mol। ঘনত্ব ০.৬৮৭ গ্রাম/ঘন সেন্টিমিটার।

পানিতে হাইড্রোজেন সায়ানাইডের দ্রবণ হাইড্রোসায়ানিক এসিড তৈরি করে। হাইড্রোজেন সায়ানাইডের লবণ সায়ানাইড নামে পরিচিত। এটি বিষাক্ত । শিল্পকারখানায় বাণিজ্যিক ভিত্তিতে হাইড্রোজেন সায়ানাইড  উৎপাদন করা হয়।