জীবন ( life )
  
Domain  জীব-স্বক্ষেত্র: ব্যাক্টেরিয়া

ব্যাক্টেরিয়া
Bacteria
এককোষী আনুবীক্ষণিক জীবের একটি স্বক্ষেত্র
(Domain)

১৬৭৫ খ্রিষ্টাব্দে ওলন্দাজ বিজ্ঞানী এ্যান্টনি ফন্ লিউয়েন হুক তাঁর আবিস্কৃত অণুবীক্ষণযন্ত্রে ক্ষুদ্রাকার জীবকণিকা দেখতে পান। তিনি এদের নাম দিয়েছিলেন
animalcule (ক্ষুদ্র প্রাণী)। এই কারণে লিউয়েন হুক ব্যাক্টেরিয়ার জনক বলা হয়। এরপর ১৮২৯ খ্রিষ্টাব্দে জার্মান বিজ্ঞানী সি.জি, এহরেনবার্গ এই ক্ষুদ্র প্রাণীর নামকরণ করেন ব্যাক্টেরিয়া। ১৮৬৪ খ্রিষ্টাব্দে ফরাসি বিজ্ঞানী লুই পাস্তুর মানুষ-সহ অন্যান্য প্রাণীর দেহে রোগ সৃষ্টির জন্য ব্যাক্টেরিয়া দায়ী করেন। ১৮৭৬ খ্রিষ্টাব্দে জার্মান বিজ্ঞানী রবার্ট কখ্ একই দাবী করেন। ১৮৭৯ খ্রিষ্টাব্দে বিজ্ঞানী বার্জিল প্রমাণ করেন যে, উদ্ভিদ দেহেও ব্যাক্টেরিয়া রোগ সৃষ্টি করে।

ধারণা করা হয়, ৪০০ থেকে ৩৯০ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে আদিম জীবকণিকা থেকেই উদ্ভব হয়েছিল প্রাক্-প্রাণকেন্দ্রিক কোষ। আর প্রাক্-প্রাণকেন্দ্রিক কোষ নিয়ে উদ্ভব হয়েছিল ব্যাক্টেরিয়া। আদিম ব্যাক্টেরিয়ার উদ্ভব হয়েছিল সাগরজলে। বর্তমানে ব্যাক্টেরিয়া জল, স্থল ও বায়ুতে পাওয়া যায়। এছাড়া এদের অনেক প্রজাতি বাস করে জীবদেহে। প্রজাতিভেদে এরা -১৭০ থেকে ৯০ ডিগ্রি সেলাসিয়াস তাপমাত্রা বাস করে।

ব্যাক্টেরিয়া ছোটো-বড় নানা ধরণের হয়ে থাকে। সাধারণতঃ আকারে যেকোনো সু-প্রাণকেন্দ্রীয় কোষ-এর এক-দশমাংশ হয়ে থাকে। এদের দৈর্ঘ্য ০.৫-৫.০ মাইক্রোমিটারের মধ্যেই দেখা যায়। তবে কিছু ব্যাক্টেরিয়া এর চেয়ে একটু বেশি দৈর্ঘ্যের হয়ে থাকে। যেমন Thiomargarita namibiensis এবং Epulopiscium fishelsoni - এর দৈর্ঘ্য প্রায় .৫০ মিলিমিটার। এর ভিতরে কোনো কোনো Epulopiscium fishelsoni দৈর্ঘ্যে ০.৭০ মিলিমিটার পর্যন্ত হয়ে থাকে। ক্ষুদ্র দৈর্ঘ্যের ব্যাক্টেরিয়াগুলো প্রায় ০.৩ মাইক্রোমিটার হয়।

বর্তমান পৃথিবীতে নানা ধরনের ব্যাক্টেরিয়া পাওয়া যায়। দৈহিক আকার এবং দৈহিক উপকরণ ইত্যাদির উপর ভিত্তি করে নানা ভাগে ভাগ করা হয়ে থাকে। তবে এমন কিছু আদর্শিক পরিকাঠামোগত বৈশিষ্ট্য আছে, যার দ্বারা অন্যান্য জীব থেকে ব্যাক্টেরিয়াকে পৃথকভাবে শনাক্ত করা যায়। এদের ভিতরে ভিতরে ৬টি উপকরণকে ব্যাক্টেরিয়ার আদর্শিক বৈশিষ্ট্য হিসেবে বিবেচনা করা হয়। এগুলো হলো-

দৈহিক আকারের বিচারে ব্যাক্টরিয়া: ব্যাক্টেরিয়া প্রজাতি ভেদে নানা আকারের হতে পারে। এই বিচারে ব্যাক্টেরিয়াগুলোকে কয়েকটি ভাগে ভাগ করা হয়। যেমন


গ্রাম পজেটিভ.নেগেটিভ:
ব্যাক্টেরিয়ার কোষে নিউক্লিয়াস নেই। এদের কোষে বৃ্ত্তাকারে  ডিএনএ থাকে। দৈহিক গঠনের বিচারে ব্যাক্টেরিয়াকে দুটি ভাগে ভাগ করা হয়। ভাগ দুটি হলো- গ্রাম পজেটিভ ব্যাক্টেরিয়া গ্রাম নেগেটিভ ব্যাক্টেরিয়া। এই ধরনের ব্যাক্টেরিয়াকে শনাক্ত করার জন্য- ১৮৮৪ খ্রিষ্টাব্দে ডেনিশ বিজ্ঞানী হ্যান্স ক্রিস্টিয়ান গ্রাম এ পদ্ধতি আবিষ্কার করেন। এই পদ্ধতিতে প্রথমে ব্যাক্টেরিয়াকে ক্রিস্টাল ভায়োলেট রঞ্জক দ্বারা রঞ্জিত করা হয়। এরপর একে আয়োডিন দ্রবণ যুক্ত এই রঞ্জকটি স্থায়ী করা হয়। এরপর এর সাথে ইথাইল অ্যালকোহল অথবা অ্যাসিটোন দ্রবণ যোগ করা হয়। এক্ষত্রে ইথাইল অ্যালকোহল বা অ্যাসিটোন নিরঞ্জক হিসাবে কাজ করে। এরপর এতে স্যাফ্রানিন যা কাউন্টার স্টেইনইং এজেন্ট হিসাবে যোগ করা হয়। সর্বশেষে উপকরণটিকে অণুবীক্ষণ যন্ত্রের নিচে পরীক্ষা করা হয়। যদি উপকরণটিতে বেগুনী বর্ণ পাওয়া যায়, তাহলে গ্রাম পজিটিভ ব্যাক্টেরিয়া আছে এমনটা ধরে নেওয়া হয়। আর যদি উপকরণটি স্যাফ্রানিনের লাল বর্ণ ধারণ করে, তাহলে ধরে নেওয়া হয় এতে গ্রাম নেগেটিভ ব্যাক্টেরিয়া রয়েছে। গঠনের বিচারে ব্যাক্টেরিয়াকে দুটি ভাগে ভাগ করা হয়। ভাগ দুটি হলো

সালোকসংশ্লেষণের বিচারে ব্যাক্টেরিয়ার বিভাজন: কিছু কিছু ব্যাক্টেরিয়ার শরীরের আলো শোষণ উপযোগী উপকরণ থাকে। এ সকল উপকরণ দ্বারা শোষিত আলো ব্যাক্টেরিয়ার দেহগত উপকরণ দ্বারা প্রক্রিয়াজাত হয়ে শক্তিতে পরিণত হয়। এই জাতীয় ব্যাক্টেরিয়াকে বলা হয় সালোকসংশ্লেষণী ব্যাক্টেরিয়া (photosynthetic bacteria)। সালোকসংশ্লেষণের পর এ সকল ব্যাক্টেরিয়া বিভিন্ন ধরনের পদার্থ তৈরি করে। এই উৎপন্নকৃত পদার্থের বিচারে- সালোকসংশ্লেষণী ব্যাক্টেরিয়াকে কয়েকটি ভাগে ভাগ করা হয়। যেমন-

১. অক্সিজেন-উৎপাদক সালোকসংশ্লেষণী ব্যাক্টেরিয়া (Oxygenic photosynthetic bacteria): এই জাতীয় ব্যাক্টেরিয়া সবুজ উদ্ভিদের মতই, শোষিত আলো এবং কার্বন-ডাই-অক্সাইড সংগ্রহের পর সালোকসংশ্লেষণের দ্বারা শক্তি উৎপাদন করে এবং পরে অক্সিজেন ত্যাগ করে।

২. অক্সিজেন-অনুৎপাদক সালোকসংশ্লেষণী ব্যাক্টেরিয়া (Anoxygenic photosynthetic bacteria): এই জাতীয় ব্যাক্টেরিয়া সালোকসংশ্লেষণের পর অক্সিজেন ত্যাগ করে না। বিষয়টি নির্ভর করে ব্যাক্টেরিয়ার শোষিত উপাদানের উপর। এখন পর্যন্ত অক্সিজেন-অনুৎপাদক সালোকসংশ্লেনী ব্যাক্টেরিয়াকে ৭টি ভাগ ভাগ করা হয়েছে। এই ভাগগুলো হলো-

২.১. পার্পেল ব্যাক্টেরিয়া (Purple bacteria): এই জাতীয় ব্যাক্টেরিয়া হাইড্রোজেন সালফাইড গ্রহণ করে এবং গন্ধক ত্যাগ করে। এই কারণে এই জাতীয় ব্যাক্টেরিয়া পাওয়া যায় গন্ধকসমৃদ্ধ জলাশয় বা ঝর্নায়। গন্ধক উৎপাদনের প্রক্রিয়ার বিচারে এই জাতীয় ব্যাক্টেরিয়াকে দুটি প্রধান ভাগে ভাগ করা হয়েছে।

২.১.১. ক্রোমাটিয়াসি (Chromatiaceae): এই জাতীয় ভাইরাসের গন্ধক উৎপন্ন হয়, কোষের অভ্যন্তরে।
২.২.১. এক্টোথিয়োরোডোস্পিয়ারাসি (Ectothiorhodospiraceae): এই জাতীয় ভাইরাসের গন্ধক উৎপন্ন হয় কোষের বাইরে।

২.২. পার্পেল গন্ধকহীন ব্যাক্টেরিয়া (Purple non-sulphur bacteria): এই জাতীয় ব্যাক্টেরিয়া অল্প পরিমাণ সালফাইড শোষণ করে। হাইড্রোজেন গ্রহণ করে। ফলে এরা  গন্ধক ত্যাগ করার পরিবর্তে পানি ত্যাগ করে।

৩. সবুজ ব্যাক্টেরিয়া (Green bacteria): এই জাতীয় ব্যাক্টেরিয়া গন্ধক বা হাইড্রোজেন ত্যাগ করে। এই বিচারে এদেরকে দুটি ভাগে ভাগ করা হয়। এই ভাগ দুটি হলো-

৩.১. সবুজ গন্ধক ব্যাক্টেরিয়া  (Green sulphur bacteria): এই জাতীয় ব্যাক্টেরিয়া কার্বন-ডাই-অক্সাইড ও হাইড্রোজেন সালফাইড গ্রহণ করে এবং পানি ও সালফার ত্যাগ করে।
 
৩.২. সবুজ গন্ধকহীন ব্যাক্টেরিয়া  (Green non-sulphur bacteria): এই জাতীয় ব্যাক্টেরিয়া কার্বন-ডাই-অক্সাইড ও পানি গ্রহণ করে এবং হাইড্রোজেন ত্যাগ করে।