ডি্এনএ
বানান বিশ্লেষণ:
ডি+এন+এ।
উচ্চারণ:
di.en.e
(ডি.এন.এ)।
উল্লেখ্য এর উচ্চারণ
ইংরেজি DNA
-এর উচ্চারণের
অনুরূপ।
শব্দ-উৎস: ইংরেজি Deoxyribo Nucleic Acid এর সংক্ষিপ্ত রূপ DNA>বাংলা ডিএনএ।
পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা
{|পলিমার
|
রাসায়নিক যৌগ
|
বস্তু
|
দৈহিক সত্তা
|
সত্তা
|}
অর্থ: জীবের বংশগতি নির্ধারক জটিল অনুর দ্বারা গঠিত
দীর্ঘ পলিমার বিশেষ।
[বিস্তারিত :
ডিএনএ (জীববিজ্ঞান)]