পলিমার
ওজন ও সুনির্দিষ্ট সমানুপাত অনুসারে, দুই বা ততোধিক মৌলিক পদার্থ বা
উপাদানসমূহের সমন্বয়ে সৃষ্ট পদার্থ।
ঊর্ধ্বক্রমবাচকতা
{ পলিমার | রাসায়নিক যৌগ |
বস্তু|
দৈহিক সত্তা|
সত্তা|}
ইংরেজি: polymer
ব্যাখ্যা: এ্যালকাইন ও
অন্যান্য প্রতিস্থাপিত এ্যালকিনসমূহ উচ্চচাপ, উচ্চতাপ ও অনুঘটকের উপস্থিতিতে একটি
অণু অপর একটি অণুর সাথে পরপর যুক্ত হয়ে উচ্চ আণবিক ভর বিশিষ্ট যৌগ গঠন করে। এ উচ্চ
আণবিক ভরবিশিষ্ট যৌগটিকে বলা হয় পলিমার। এর মূল মাতৃযৌগটিকে বলা হয় মোনোমার।