হাইড্রোক্লোরিক এ্যাসিড
(Hydrochloric acid)

এক প্রকার এ্যাসিড। এর রাসায়নিক সংকেত HCl । এর স্বাদ অম্ল। তীব্র কটুগন্ধ সম্পন্ন। এই এ্যাসিড বিভিন্ন ধাতুর সঙ্গে বিক্রিয়া করে ধাতব লবণ ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে উৎপন্ন করে। যেমন সোডিয়ামের সঙ্গে এই এ্যাসিডের বিক্রিয়ায় সোডিয়াম ক্লোরাইড এবং হাইড্রোজেন হাইড্রোজেন উৎপন্ন হয়।

2HCl + 2Na = 2NaCl + H2

এছাড়া হাইড্রোক্লোরিক এসিড ক্ষারের সাথে বিক্রিয়া ক‌রে লবণ ও পা‌নি উৎপন্ন ক‌রে। শিল্প-কলকারখানায় হাইড্রোক্লোরিক এ্যাসিড প্রচুর ব্যবহৃত হয়।