লিপিড
Lipid
স্নেহজাতীয় পদার্থ বিশেষ।
রসায়ন বিজ্ঞানে
কার্বন,
অক্সিজেন
এবং
হাইড্রোজেন
সমন্বয়ে গঠিত যে সব সম্পৃক্ত বা অসম্পৃক্ত যৌগিক পদার্থ,
যা পানিতে অদ্রবণী কিন্তু ইথার, এ্যাসিটোন,
বেনজিন [রসায়নবিদ্যা] ও
ক্লোরোফর্ম প্রভৃতি জৈব দ্রাবকে দ্রবণীয়, তাদেরকে লিপিড বলা হয়।
রাসায়নিক বৈশিষ্ট্যের বিচারে লিপিডকে তিনটি ভাগে ভাগ করা হয়ে থাকে। এই ভাগ তিনটি
হলো-
- সরল লিপিড: যে সকল লিপিডকে বিশ্লেষণ
করলে, স্নেহজাতীয় পদার্থ (ফ্যাটি এ্যাসিডের গ্লিসারল এস্টার) বা মোম ছাড়া অন্য
কিছু পাওয়া যায় না। এই জাতীয় পদার্থকে সাধারণভাবে চর্বি ও তেল হিসেবে অভিহিত
করা হয়। তিনটি ফ্যাটি এ্যাসিডের অণুর সাথে এক অণু গ্লিসারল যুক্ত হয়ে স্নেহ
জাতীয় পদার্থ তৈরি হয়।
- যৌগিক লিপিড: সরল লিপিডের সাথে যখন
কিছু জৈব ও অজৈব পদার্থের মিশ্রিত অবস্থায় থাকে, তখন তাকে যৌগিক লিপিড বলে।
- উৎপাদিত লিপিড: যৌগিক লিপিডের আরদ্র
বিশ্লেষণের পর যে সকল লিপিড তৈরি হয়।