লিপিড
Lipid
স্নেহজাতীয় পদার্থ বিশেষ।

রসায়ন বিজ্ঞানে কার্বন, অক্সিজেন এবং হাইড্রোজেন সমন্বয়ে গঠিত যে সব সম্পৃক্ত বা অসম্পৃক্ত যৌগিক পদার্থ, যা পানিতে অদ্রবণী কিন্তু ইথার, এ্যাসিটোন, বেনজিন [রসায়নবিদ্যা] ও ক্লোরোফর্ম প্রভৃতি জৈব দ্রাবকে দ্রবণীয়, তাদেরকে লিপিড বলা হয়।

রাসায়নিক বৈশিষ্ট্যের বিচারে লিপিডকে তিনটি ভাগে ভাগ করা হয়ে থাকে। এই ভাগ তিনটি হলো-