এ্যানাপ্সিডা
Anapsida
 

সরীসৃপ শ্রেণির প্রাণিকুলের একটি থাক বিশেষ। ১৯১৭ খ্রিষ্টাব্দে মার্কিন বিজ্ঞানী স্যামুয়েল উইলসন এই থাকের নামকরণ করেছিলেন।

সরীসৃপ শ্রেণির প্রাণিকুলের আদিম প্রজাতিগুলোর করোটিতে টেম্পোরাল ছিদ্র থাকে না। এই বিচারে এদেরকে এ্যানাপ্সিডা থাকের অন্তর্ভুক্ত করা হয়েছে। এই থাক থেকে পরবর্তী সময়ে নানা ধরনের কচ্ছপ জাতীয় প্রজাতির উদ্ভব হয়েছিল।

ক্রমবিবর্তনের ধারা
 

৩১.২ থেকে ৩০.৮ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে এ্যাম্নিয়োটা থাক বিভাজিত হয়ে যায়। এই ভাগগুলো হলো-

৩১.২ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে সোরোপ্সিডা থাকটি দুটি ভাগে বিভাজিত হয়ে গিয়েছিল। Laurin and Reisz (1995) -এর শ্রেণিকরণ অনুসারে এই ভাগ দুটি হলো-

এরপর রেপ্টাইলিয়া থাক দুটি ভাগে বিভাজিত হয়ে যায়। এই ভাগ দুটি হলো-

 


সূত্র :
ডাইনোপেডিয়া
। কামরুল হায়দার। বলাকা বুকস ইন্টারন্যাশনাল। শ্রাবণ ১৪১২, জুলাই ২০০৫।