Kingdom: Animalia
Phylum: Chordata
Class: Sauropsida
Superorder: Dinosauria
Order: Saurischia
Suborder: Sauropodomorpha
Infraorder: Sauropoda
Genus: Abrosaurus

এ্যাব্রোসোরাস
ইংরেজি : Abrosaurus
বৈজ্ঞানিক নাম : Abrosaurus dongpoi
 

এর অর্থ হলো হাল্কা টিকটিকি [গ্রিক αβρος (delicate, light (হাল্কা)+গ্রিক σαυρος (sauros) টিকটিকি।]

 

এটি একটি দ্বিপদী উদ্ভিদভোজী ডাইনোসর। ১৯৮৯ সালে ওউইয়াং (Ouyang) এই ডাইনসোরের নামকরণীনের সঙ রাজত্বের বিখ্যাত কবি সু শি (Su Shi)-এর ডাক নাম Su Dongpo অনুসারে, এর প্রজাতিগত নাম dongpoensis নেওয়া হয়েছে উল্লেখ্য, এই কবি জন্মেছিলেন- চীনের সিচুয়ান প্রদেশে। এই ডাইনোসরের জীবাশ্মও পাওয়া গেছে চীনের সিচুয়ান প্রদেশে

এরা ছিল উদ্ভিদভোজী ক্রেটাসিয়াস অধিযুগ প্রথম দিকে ইউরেশিয়ার আদি এশিয়া অঞ্চলে এরা বসবাস করতো এদের দৈর্ঘ্য ছিল ২৫-৩০ ফুট (৭-৯ মিটার) এদের শরীর ছিল ভারী, গলা ছিল বেশ ম্বা, পাগুলো ছিল স্তম্ভের মতো এবং মাথা ছিল বেশ ছোট


সূত্র :
ডাইনোপেডিয়া
। কামরুল হায়দার। বলাকা বুকস ইন্টারন্যাশনাল। শ্রাবণ ১৪১২, জুলাই ২০০৫।
http://en.wikipedia.org/