Kingdom: Animalia
Phylum: Chordata
Class: Reptilia
Clade: Theropoda
Family: Carcharodontosauridae
Genus: Acrocanthosaurus

এ্যাক্রোক্যান্থোসোরাস
ইংরেজি :
Acrocanthosaurus
বৈজ্ঞানিক নাম
Acrocanthosaurus atokensis


এই নামের অর্থ হলো
উচ্চ মেরুদণ্ড যুক্ত টিকটিকি (High Spined Lizard=Gr. akros "high" + Gr. akantha "spine, thorn" + Gr. sauros "lizard") এদের পিঠের কাঁটাগুলো উপরের দিকে ঘনভাবে বিকশিত অবস্থায় থাকতো বলে এর এরূপ নামকরণ করা হয়েছে ১৯৫০ সালে এর নামকরণ করেন স্টোভাল (Stovall) এবং ল্যাক্স্টোন (Langston)

এরা ছিল মাংসাশী ১১ কোটি ৫০ লক্ষ থেকে ১০ কোটি ৫ লক্ষ বৎসর (ক্রেটাসিয়াস অধিযুগ) সময়কালের ভিতর এই ডাইনোসরগুলো বসবাস করতো এর জীবাশ্ম পাওয়া গিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের ওকলাহোমা, টেক্সাস এবং উটাহ অঞ্চলে ১৯৫০ সালে এর অসম্পূর্ণ জীবাশ্মগুলোর অংশবিশেষ নিয়ে এই ডাইনোসারকে চিহ্নিত করেছিলেন স্টোভাল (Stovall) এবং ল্যাক্স্টোন (Langston)
 

মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার যাদুঘরে রক্ষিত কঙ্কাল

এদের পিঠের কাঁটাগুলোর উচ্চতা ছিল ১৭ ইঞ্চি পিঠের দিকে কাঁটাগুলো মাংসযুক্ত হয়ে এক ধরনের শক্ত বর্ম হিসাবে বিরাজ করতো এদের দৈর্ঘ্য ছিল ৩০-৪০ ফুট (৯-১২ মিটার), নিতম্বের কাছে উচ্চতা ছিল ১৬ ফুট (৫ মিটার) এবং ওজন ছিল প্রায় ৫০০০ পাউন্ড (২৩০০ কেজি) এদের করোটি ছিল ৪.৫ ফুট (১.৪ মিটার) লম্বা এবং মুখে ছিল ৬৮টি তীক্ষ্ণ দাঁত

তবে এদের দাঁতের গঠন অন্যান্য শ্বাপদ গোত্রের প্রাণীদের মতো ছিল না
সে কারণে এরা গলায় দাঁত ফুটিয়ে প্রাণী হত্যা করতো না শিকারের সময় এরা দুটি হাত ও শরীরের চাপে ছোট ছোট প্রাণী হত্যা করতো প্রয়োজনে এরা তাঁদের শক্তিশালী চোয়াল ও ছুরির ফলার মতো তীক্ষ্ণ দাঁত দিয়ে শিকারকে টুকরো টুকরো করে ফেলতো মূলত শুষ্ক স্থানে এরা বসবাস করতো এবং বসবাস-স্থানের আবহাওয়াও ছিল শুষ্ক অন্যান্য মাংসাশীদের তুলনায় বা বিশাল শরীরের তুলনায় এরা কম খাদ্য গ্রহণ করতো


সূত্র :
ডাইনোপেডিয়া
। কামরুল হায়দার। বলাকা বুকস ইন্টারন্যাশনাল। শ্রাবণ ১৪১২, জুলাই ২০০৫।
http://en.wikipedia.org/wiki/Acrocanthosaurus