এ্যাক্টিয়োসোরাস
ইংরেজি : Actiosaurus।
এই নামের অর্থ হলো—
উপকূলীয় টিকটিকি (coast
lizard)।
১৮৮২ সালে স্যাভেজ (Sauvage)
এর নামকরণ করেন।
এক সময় ধারণা করা হতো এটি এক ধরনের ডাইনোসর। বর্তমানে এটাকে
ইক্থায়োসর(Ichthyosaur)
নামক বর্গের অন্তর্গত সামুদ্রিক সরীসৃপ জাতীয় প্রাণী হিসাবে বিবেচনা করা হয়।
সূত্র
:
ডাইনোপেডিয়া। কামরুল হায়দার। বলাকা বুকস ইন্টারন্যাশনাল। শ্রাবণ ১৪১২, জুলাই
২০০৫।
http://www.enchantedlearning.com/subjects/dinosaurs/glossary/