Kingdom: Animalia
Phylum: Chordata
Clade: Dinosauria
Clade: Sauropodomorpha
Clade: Sauropoda
Clade: Titanosauria
Family: Aeolosauridae
Tribe: Aeolosaurini
Genus: Aeolosaurus

ঈয়োলোসোরাস
ইংরেজি : Aeolosaurus
বৈজ্ঞানিক নাম-Aeolosaurus rionegrinus

এই নামের অর্থ হলো- ইয়োলাসের টিকটিকি (
Aeolus Lizard=Lat. Aeolus + Gr. sauros "lizard")উল্লেখ্য, Aeolus (ল্যাটিন শব্দ) ছিলেন গ্রীক ও রোমান বাতাসের দেবতা। ১৯৮৭ সালে এর নামকরণ করেন- জে ই পাওয়েল (J. E. Powell)। এরা ছিল উদ্ভিদভোজী।

 

৭ কোটি ৫০ লক্ষ বৎসর আগে (ক্রেটাসিয়াস অধিযুগ) এই  ডাইনোসর বসবাস করতো। দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনার পেটাগোনিয়ার ঝড়ো এলাকায় এর কিছু জীবাশ্ম পাওয়া গিয়েছে। এদের দৈর্ঘ্য ছিল প্রায় ৫০ ফুট (১৫ মিটার)। ওজন ছিল প্রায় ১০৫০০ কেজি। এদের শরীরের উপরিভাগে ছিল শক্ত অস্থিময় প্লেট। ফলে মাংসাশী ডাইনোসরগুলোর আক্রমণ থেকে রক্ষা পাওয়ার ক্ষেত্রে এই প্লেট বর্মের মতো কাজ করতো। বৈজ্ঞানিক নাম-Aeolosaurus rionegrinus


সূত্র :
ডাইনোপেডিয়া
। কামরুল হায়দার। বলাকা বুকস ইন্টারন্যাশনাল। শ্রাবণ ১৪১২, জুলাই ২০০৫।
http://www.enchantedlearning.com/subjects/dinosaurs/glossary/