Kingdom:
Animalia |
ঈপাইসোরাস
ইংরেজি :
Aepisaurus
বৈজ্ঞানিক নাম- Aepisaurus
elephantinus।
এই নামের অর্থ হলো- উচ্চ টিকটিকি (high
lizard=Gr. aipys "high, lofty" + Gr. sauros "lizard")।
১৯৫২ সালে এর নামকরণ
করেন গেরভাইস (Gervais)।
এরা ছিল উদ্ভিদভোজী। এরা ক্রেটাসিয়াস
অধিযুগের
শুরুর দিকে (১১ কোটি ৩০
লক্ষ বৎসর) বসবাস করতো। এর কিছু জীবাশ্ম পাওয়া গেছে ফ্রান্সে।
এরা ছিল চতুস্পদী,
বিশাল দেহধারী।
এদের দৈর্ঘ্য ছিল ৫০-৫৫ ফুট
(১৫-১৭ মিটার)। ওজন ছিল প্রায় ১০০০০ কেজি।
বেশ লম্ব
গলা ও দীর্ঘ লেজ ছিল। দেহের তুলনায় মাথা ছিল বেশ ছোট। এদের শরীরের উপরিভাগে প্রতিরক্ষা
বর্ম ছিল।
সূত্র
:
ডাইনোপেডিয়া। কামরুল হায়দার। বলাকা বুকস ইন্টারন্যাশনাল। শ্রাবণ ১৪১২, জুলাই
২০০৫।
http://www.enchantedlearning.com/subjects/dinosaurs/glossary/
http://planetdi.startlogic.com/dinosaur_list/aepisaurus_elephantinus.htm
http://dinossauros-101.blogspot.com/2012/07/aepisaurus.html