Kingdom:
Animalia Phylum: Chordata Class: Reptilia Order: Ornithischia Family: Ceratopsidae Genus: Agilisaurus |
এ্যাজিলিসোরাস
ইংরেজি : Agilisaurus
বৈজ্ঞানিক নাম :
Agilisaurus louderbacki
এদের নামের অর্থ হলো চটপটে টিকটিকি-(Agile
Lizard=Lat. agilis "agile, nimble" + Gr. sauros "lizard")।
১৯৯০ সালে পেং (Peng),
এর নামকরণ করেন।
এরা
ছিল উদ্ভিদভোজী।
১৭ কোটি বৎসর আগে (মধ্য
জুরাসিক
অধিযুগ) আদি চীন-অঞ্চলের বনাঞ্চলে এরা বসবাস করতো।
চীনের সিচুয়ান প্রদেশের জিগংগ ডাইনোসর যাদুঘরে এর কঙ্কাল রক্ষিত আছে। এদের
দৈর্ঘ্য ছিল ৩.৫-৪ ফুট (১.২-১.৭ মিটার),
উচ্চতা ছিল ২
ফুট (.৬ মিটার) এবং ওজন ছিল ৪০ কেজি)।
এদের পিছনের বড় বড় দুটি পায়ের সাহায্যে, এরা বেশ দ্রুত চলাফেরা করতে পারতো।
সামনের ছোট হাত গাছের ডালাপালা এবং লতাপাতা আকর্ষণ করার জন্য ব্যবহার করতো।
সূত্র
:
ডাইনোপেডিয়া। কামরুল হায়দার। বলাকা বুকস ইন্টারন্যাশনাল। শ্রাবণ ১৪১২, জুলাই
২০০৫।
en.wikipedia.org/wiki/Agathaumas
http://en.wikipedia.org/wiki/