Kingdom: Animalia
Phylum: Chordata
Class: Reptilia
clade: Dinosauria
Order: Ornithischia
Suborder: Ankylosauria
Family: Ankylosauridae
Genus: Aletopelta

এ্যালিটোপেল্টা
ইংরেজি Aletopelta
বৈজ্ঞানিক নাম-Aletopelta coombsi

এই নামের অর্থ হলো ভ্রাম্যমান প্রতিরক্ষাবর্ম- (wandering shield=(Gr. aletes "wandering" + Gr. pelte "shield") ২০০১ সালে নামকরণ করেন ফোর্ড (Ford) এবং কার্কল্যান্ড (Kirkland)।

Ankylosauridae গোত্রের এই ডাইনোসরগুলো ক্রেটাসিয়াস অধিযুগে  উত্তর আমেরিকার ক্যালিফোর্নিয়ার অঞ্চলে বসবাস করতো। এদের জীবাশ্ম পাওয়া গেছে ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে পাওয়া গেছে। 

Ankylosauridae গোত্রের অন্যান্য ডাইনোসরের মতো এরাও ছিল উদ্ভিদভোজী। এদের পিঠ জুড়ে ছিল প্রতিরক্ষামূলক ফলক ও অস্থিময় সুচালো কাঁটা। এদের পা ছিল খাটো খাটো এবং মজবুত। দৈর্ঘ্য ছিল ২০ ফুট (৬ মিটার)।


সূত্র :
ডাইনোপেডিয়া। কামরুল হায়দার। বলাকা বুকস ইন্টারন্যাশনাল। শ্রাবণ ১৪১২, জুলাই ২০০৫।
http://en.wikipedia.org/wiki/