Kingdom: Animalia |
এ্যালিটোপেল্টা
ইংরেজি
Aletopelta
বৈজ্ঞানিক নাম-Aletopelta
coombsi।
এই নামের অর্থ হলো—
ভ্রাম্যমান
প্রতিরক্ষাবর্ম- (wandering
shield=(Gr. aletes "wandering" + Gr. pelte "shield")।
২০০১ সালে নামকরণ করেন ফোর্ড (Ford)
এবং কার্কল্যান্ড (Kirkland)।
Ankylosauridae
গোত্রের
এই ডাইনোসরগুলো
ক্রেটাসিয়াস অধিযুগে
উত্তর
আমেরিকার ক্যালিফোর্নিয়ার অঞ্চলে বসবাস করতো। এদের জীবাশ্ম পাওয়া গেছে
ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে পাওয়া গেছে।
Ankylosauridae
গোত্রের
অন্যান্য ডাইনোসরের মতো এরাও ছিল উদ্ভিদভোজী।
এদের পিঠ জুড়ে
ছিল প্রতিরক্ষামূলক ফলক ও অস্থিময় সুচালো কাঁটা। এদের পা ছিল খাটো খাটো এবং মজবুত।
দৈর্ঘ্য ছিল ২০ ফুট (৬ মিটার)।
সূত্র :
ডাইনোপেডিয়া। কামরুল হায়দার। বলাকা বুকস ইন্টারন্যাশনাল। শ্রাবণ ১৪১২, জুলাই
২০০৫।
http://en.wikipedia.org/wiki/