Kingdom:
Animalia |
এ্যাল্গোয়াসোরাস
ইংরেজি : Algoasaurus
।
বৈজ্ঞানিক নাম—
Algoasaurus bauri।
এই
নামের অর্থ হলো- এ্যালগো বে-এর টিকটিকি
(Algoa Bay Lizard=(Algoa (from Portuguese
alagoa "lagoon") + Gr. sauros "lizard"))।
উল্লেখ্য, এখানে Algoa Bay
এর সমার্থ হলো দক্ষিণ আফ্রিকা।
১৯০৪
খ্রিষ্টাব্দে
এর নামকরণ করেন ব্রুম (Broom)।
এরা ছিল উদ্ভিদভোজী।
১৪ কোটি ৫০ লক্ষ বৎসর থেকে ১৩ কোটি ৫০ লক্ষ বৎসর পূর্বকালে (ক্রেটাসিয়াস
অধিযুগ)
এরা বাস করতো আদি আফ্রিকা
মহাদেশে।
১৯০৩ খ্রিষ্টাব্দে পাহাড়ি খনি থেকে একজন শ্রমিক প্রথম এর জীবাশ্ম আবিষ্কার করেছিলেন।
কিন্তু তিনি এর মূল্য বুঝতে না পেরে তা কেটে কুটে ইট হিসাবে ব্যবহার করেন।
তবে শেষ পর্যন্ত কিছু নমুনা বিজ্ঞানীরা উদ্ধার করতে পেরেছিলেন।
এদের দৈর্ঘ্য ছিল ৩০ ফুট (৯ মিটার),
দীর্ঘ
গলা ছিল
।
এর উচ্চতা ও ওজন
সম্পর্কে বিজ্ঞানীরা স্থির সিদ্ধান্তে আসত পারেননি।
সূত্র:
ডাইনোপেডিয়া। কামরুল হায়দার। বলাকা বুকস ইন্টারন্যাশনাল। শ্রাবণ ১৪১২, জুলাই
২০০৫।
http://en.wikipedia.org/wiki/