Kingdom: Animalia |
এ্যামিগ্ডালোডোন
ইংরেজি : Amygdalodon।
বৈজ্ঞানিক নাম—
Amygdalodon patagonicus,
Cabrera, 1947
।
এই
নামের অর্থ হলো―
আলমন্ড দন্ত (Almond
Tooth=Gr. amygdale "almond" + Gr. odon "tooth")।
উলেখ্য ডিম্বাকৃতি (almond)
দাঁত থেকে এর নামকরণ করা হয়েছে।
১৯৪৭ খ্রিষ্টাব্দে এর নামকরণ করেন ক্যাব্রেরা।
এরা ছিল উদ্ভিদভোজী।
১৭ কোটি বৎসর আগে (জুরাসিক
অধিযুগ)
এরা আদি দক্ষিণ আমেরিকায় বসবাস করতো।
এদের অধিকাংশ জীবাশ্ম দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা অঞ্চলে আবিষ্কৃত হয়েছে।
তবে এর কোন সম্পূর্ণ কঙ্কাল পাওয়া যায় নাই।
অনুমান করা হয়,
এদের দৈর্ঘ্য
ছিল- ১১.৫ ফুট (৩.৫ মিটার)।
ওজন ছিল ১৪৮০০ কেজি।
সূত্র:
ডাইনোপেডিয়া। কামরুল হায়দার। বলাকা বুকস ইন্টারন্যাশনাল। শ্রাবণ ১৪১২, জুলাই
২০০৫।
http://en.wikipedia.org/wiki/
http://pikimal.com/dinosaur/vs/amygdalodon