|
এ্যান্থোডোন
ইংরেজি
:
Anthodon
Pareiasauridae গোত্রের
একটি গণ। এই নামের অর্থ হলো
―
পুষ্পাকৃতির
দাঁত (flower-shaped teeth)।
১৮৭৬ খ্রিষ্টাব্দে
এর নামকরণ Owen।
এই গণের বেশ কিছু প্রজাতি রয়েছে। তবে অধিক পরিচিত প্রজাতিটি হলো
Anthodon serrarius।
এরা
ছিল উদ্ভিদভোজী।
পার্মিয়ান অধিযুগ অধিযুগে এরা
আফ্রিকা মহাদেশীয় অঞ্চলে বসবাস করতো।
বিশেষ করে দক্ষিণ আফ্রিকা এবং তাঞ্জানিয়া অঞ্চলে এদের বিচরণ ছিল। ধারণা করা হয়
রাশিয়ার উত্তরাঞ্চলেও এদের বিচরণ ছিল।
এদের দৈর্ঘ্য ছিল প্রায় ১.২ থেকে ১.৫ মিটার, আর ওজন ছিল প্রায় ৮০-১২০ কিলোগ্রাম।
সূত্র :
ডাইনোপেডিয়া। কামরুল হায়দার। বলাকা বুকস ইন্টারন্যাশনাল। শ্রাবণ ১৪১২, জুলাই
২০০৫।
http://en.wikipedia.org/wiki/Anthodon_(reptile)