Kingdom: Animalia |
এ্যান্ট্রোডেমাস
ইংরেজি
:
Antrodemus
বৈজ্ঞানিক নাম :
Antrodemus valens
Allosauridae
গোত্রের
ডাইনোসর
বিশেষ। এই নামের অর্থ হলো
―
কক্ষ বা গুহা দানব
(cavity-bodied=Gr. antron "cave" (commonly used in anatomy in the Latin form
antrum to mean "a cavity or chamber, especially one in bone" (American Heritage
Dictionary, 1995 edition) + Gr. demas "body" + -us)।
মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডোয় এর লেজের কিছু অস্থি পাওয়ার পর,
১৮৭০
সালে লেইডি (Leidy)
নামকরণ করেছিলেন-
Poekilopleuron valens।
পরের এই নামের পরিবর্তন করে প্রজাতিগত নাম রাখা হয়
A. valens।
এরা ছিল মাংশাসী। চলাচলের বিচারে এরা ছিল দ্বিপদী। সামনের পা দুটো ছিল বেশ ছোটো।
সূত্র :
ডাইনোপেডিয়া। কামরুল হায়দার। বলাকা বুকস ইন্টারন্যাশনাল। শ্রাবণ ১৪১২, জুলাই
২০০৫।
http://en.wikipedia.org/wiki/Antrodemus