Kingdom: Animalia |
শাওচিলোং
ইংরেজি :
Shaochilong।
বৈজ্ঞানিক নামক :
Shaochilong
maortuensis
এই নামের অর্থ হাঙর দাঁতযুক্ত ড্রাগন (shark toothed dragon)।
Carcharodontosauridae গোত্রের এই গণের প্রজাতির ডাইনোসরগুলো বাস করতো মধ্য ক্রেটাসিয়াস অধিযুগে (প্রাণ ৯ কোটি ২০ লক্ষ বৎসর আগে)। এদের জীবাশ্ম পাওয়া গেছে চীনের আলানসুহাই ফরমেশান (Ulansuhai Formation)। প্রথমে এর নামকরণ করা হয়েছিল Chilantaisaurus maortuensis। ২০০৯ খ্রিষ্টাব্দে এই ডাইনোসরকে শ্রেণিভুক্ত করা হয়। এর আংশিক খুলি, এবং কিছু অস্থি প্রাথমিক ভাবে পাওয়া গিয়েছিল বহির্মোঙ্গলিয়ায়। ১৯৬৪ খ্রিষ্টাব্দে হু (Hu) এই প্রজাতির নাম নামকরণ করেন Chilantaisaurus।
২০০১ খ্রিষ্টাব্দে রাউহুট (Rauhut) এবং ২০০২ খ্রিষ্টাব্দে চুরে (Chure) এই নামকরণের বিরোধিতা করেন, এবং তাঁরা মনে করেন এই প্রজাতিটি আদি coelurosaur। ব্রুস্যাট্টে (Brusatte) এবং তাঁর সহকর্মীরা ২০০৯ খ্রিষ্টাব্দে এর গোত্র নির্ধারণ করেন carcharodontosaurid। এই প্রথম এই গোত্রের কোনো প্রজাতি এশিয়ায় পাওয়া যায়। উল্লেখ্য এই গণের আগে রাখা হয়েছিল— Alashansaurus। আর প্রজাতিটির নামকরণ করা হয়েছিল বৈজ্ঞানিক নাম— Alashansaurus. maortuensis।
ধারণা করা হয় এই ডাইনোসরগুলোর দৈর্ঘ্য ছিল ৫-৬ মিটার (১৬-২০ ফুট)। এর ওজন ছিল ৫০০ কেজি। এরা ছিল মাংশাসী এবং দুই পায়ে হাটতো। এদের দীর্ঘ ও ভারী লেজ দেহের ভারসাম্য রক্ষায় সাহায্য করতো।
সূত্র
:
ডাইনোপেডিয়া। কামরুল হায়দার। বলাকা বুকস ইন্টারন্যাশনাল। শ্রাবণ ১৪১২, জুলাই
২০০৫।
http://en.wikipedia.org/wiki/