Kingdom
Phylum 
Sub-Phylum 
Class 
Order
Family 
Genus 
 Species 

:Animalia 
:Chordata  
:Vertebrata  
:Reptilia   
 
:Ornithischia

:Ceratopsidae
:
Achelousaurus
:
horneri

এ্যাকেলোউসোরাস
ইংরেজি : Achelousaurus

Ceratopsidae গোত্রের উদ্ভিদভোজী ডাইনোসর।

এই নামের অর্থ- এ্যাকেলোউসের টিকটিকি
(Achelous Lizard)। উল্লেখ্য গ্রিক পৌরাণিক কাহিনী মতে- Achelous ছিলেন নদীর দেবতা। ১৯৯৫ সালে এর নামকরণ করেন- স্যাক্পসন (Sampson)

৭ কোটি ৫০ লক্ষ বৎসর আগে (ক্রেটাসিয়াস অধিযুগ), এরা আদি উত্তর আমেরিকা অঞ্চলে বসবাস করতো। এদের দৈর্ঘ্য ছিল ২০ ফুট (৬ মিটার), উচ্চতা ৮ ফুট (২.৭ মিটার)। এদের মাথার সামনের দিকটা ছিল বর্মাবৃত। এই বর্মের উপরিভাগে ছিল শিং। দৈহিক গঠনের বিচারে একালের বন্য মহিষের সাথে তুলনা করা যেতে পারে।

এদের দেহ বেশ মজবুত ছিল। শরীরের শক্তিও ছিল প্রচুর। ঘাড়ের উপরের শিংযুক্ত বর্ম থাকার কারণে
মাংসাশী ডাইনোসররা এদের ঘাড় মটকে শিকার করতে পারতো না। তবে এরা এককভাবে না দলবদ্ধভাবে বসবাস করতো, তা জানা যায় না। ধারণা করা হয়, দলবদ্ধভাবে মাংসাশী ডাইনোসররা পিছন থেকে আক্রমণ করে কাবু করে হত্যা করতো।


সূত্র :
ডাইনোপেডিয়া
। কামরুল হায়দার। বলাকা বুকস ইন্টারন্যাশনাল। শ্রাবণ ১৪১২, জুলাই ২০০৫।

http://en.wikipedia.org/wiki/Achelousaurus