Kingdom:
Animalia |
এ্যালামোসোরাস
ইংরেজি
Alamosaurus
বৈজ্ঞানিক নাম-Alamosaurus
sanjuanensis।
এই
নামের অর্থ হলো ওজো এ্যালামোর টিকটিকি (Ojo
Alamo Lizard)।
উল্লেখ্য Ojo Alamo
শব্দটি নিউ মেক্সিকো অর্থে ব্যবহার করা হয়।
সে হিসাবে নিউ মেক্সিকো-র টিকটিকি বলা যেতে পারে।
১৯২২ সালে এর নামকরণ করেছিলেন গিলমোর (Gilmore)।
এরা ছিল উদ্ভিদভোজী।
৭
কোটি ৩০ লক্ষ বৎসর থেকে ৬ কোটি ৫০ লক্ষ বৎসর পূর্বকালে (ক্রেটাসিয়াস
অধিযুগ) এরা আদি উত্তর আমেরিকার দক্ষিণাংশে বসবাস করতো।
এদের দৈর্ঘ্য ছিল ৬৯ ফুট (২১ মিটার),
উচ্চতা
ছিল ২০ ফুট (৬ মিটার) এবং ওজন ছিল ৩৩ টন।
এরা ছিল চতুষ্পদী,
তবে পিছনের দুই
পায়ে ভর করে খাড়াভাবে দাঁড়াতে পারতো।
এদের গতি ছিল অপেক্ষাকৃত মন্থর।
সামনের দুটি হাত খাদ্য গ্রহণের সময় ব্যবহার করতো।
তবে এদের গলা বেশ লক্বা ছিল বলে,
গাছের
উঁচু শাখা থেকে পাতা খেতে পারতো।
সূত্র
:
ডাইনোপেডিয়া। কামরুল হায়দার। বলাকা বুকস ইন্টারন্যাশনাল। শ্রাবণ ১৪১২, জুলাই
২০০৫।
http://en.wikipedia.org/wiki/