Kingdom: Animalia
Phylum: Chordata
Class: Reptilia
clade: Dinosauria
Order: Ornithischia
Family: Ankylosauridae
Subfamily: Ankylosaurinae
Genus: Ankylosaurus

এ্যাঙ্কিয়েলোসোরাস
ইংরেজি Ankylosaurus
বৈজ্ঞানিক নাম- Ankylosaurus magniventris

Ankylosauridae গোত্রের এক প্রকার ডাইনোসর। এই নামের অর্থ হলো প্রতিরক্ষা বর্মযুক্ত টিকটিকি (fused lizard=Gr. agkylos "bent, crooked" [with the applied anatomical meaning "stiff" or "fused" as in "ankylosed," "ankylosis"] + Gr. sauros "lizard")

কোনো কোনো মতে এই নাম নেওয়া হয়েছে
fused lizard হিসাবে উল্লেখ্য embedded শব্দের সমার্থ হিসাবে এখানে fused শব্দ ব্যবহার করা হয়েছে সব মিলিয়ে এর বাংলা অর্থ করা যেতে পারে প্রতিরক্ষা-বর্মযুক্ত টিকটিকি ১৯০৮ সালে এর নামকরণ করেছিলেন বার্নাম ব্রাউন (Barnum Brown)

এরা ছিল উদ্ভিদভোজী নিচু গাছপালা ছিল এদের প্রধান খাদ্য প্রায় ৭ কোটি বৎসর থেকে ৬ কোটি ৫০ লক্ষ বৎসর পূর্বকালে (ক্রেটাসিয়াস অধিযুগে ) এরা আদি আমেরিকা অঞ্চলে বসবাস করতো এর জীবাশ্ম পাওয়া গেছে মার্কিন যুক্তরাষ্ট্রের মন্টানা ও কানাডার আলবের্তা অঞ্চলে এ ছাড়া দক্ষিণ আমেরিকার বলিভিয়া অঞ্চলে এদের আরও কিছু জীবাশ্ম পাওয়া গেছে

এদের দৈর্ঘ্য ছিল ২৫-৩৫ ফুট (৭.৫-১০.৭ মিটার), নিতম্বের দিকে উচ্চতা ছিল ৪ ফুট (১.২ মিটার) এবং ওজন ছিল ৩-৪ টন এদের শরীরের প্রতিরক্ষা ব্যবস্থা ছিল অত্যন্ত চমৎকার একে বলা যেতে পারে প্রাকৃতিক ট্যাংক ডিম্বাকার পিঠের উপরিভাগে ছিল শক্ত চামড়ার পুরু আবরণ এই ‌আবরণের উপর শক্ত হাড়ের বড় বড় কাঁটা দুই সারিতে সাজানো ছিল পার্শ্বদেশ জুড়েও এই কাঁটার সারি ছিল এদের লেজটা লম্বা ও অগ্রভাগে মুগুরের মতো শক্ত অংশ ছিল লেজের দ্বারা এরা শত্রুকে খুব জোরে আঘাত করতে পারত মাথার পশ্চাৎভাগে ছিল শিং সদৃশ্য শক্ত ও বড় কাঁটা একমাত্র পেটের দিকে কোন প্রতিরক্ষা ব্যবস্থা ছিল না বিশাল শরীরের তুলনায় এদের মাথা ছিল বেশ ছোট এর ঘাড় ছিল বেশ খাটো এরা ছিল যথার্থই চতুষ্পদী এবং মাংসল মজবুত পাগুলো ছিল কিছু ছোট আকৃতির


সূত্র :
ডাইনোপেডিয়া। কামরুল হায়দার। বলাকা বুকস ইন্টারন্যাশনাল। শ্রাবণ ১৪১২, জুলাই ২০০৫।
http://en.wikipedia.org/wiki/