Kingdom: Animalia |
বাইন/বামোশ
[বর্গ]
ইংরেজি :
Anguiliformes
প্রাণিজগতের
একটি বর্গের নাম। এদের দেহ দীর্ঘাকার এবং দেখতে অনেকটা
সাপের মতো। এই বর্গের প্রজাতিগুলোকে মাছ হিসেবই উল্লেখ করা হয়।
এদের পৃষ্ঠীয় পাখনা ও পায়ু পাখনা খাটো। তবে উভয় পাখনা দেহের শেষ
প্রান্ত পর্যন্ত বিস্তৃত। এরা পাখনা দণ্ড নরম। উলম্ব পাখনা থাকলে
সেটি পুচ্ছপাখনা থেকে পৃথক হয়ে যায় অথবা একত্রে প্রসারিত হয়ে
পুচ্ছপাখনার সাথে যুক্ত থাকে। বক্ষপাখনা থাকলে তা পার্শ্ব বরাবর
থাকে। শ্রোণীপাখনা অনুপস্থিত।
ফুলকা রন্ধ্র সরু, প্রত্যেক পার্শ্বে একটি ফাটল বা গর্ত পর্যন্ত
বিস্তৃত থাকে। তবে কিছু প্রজাতির ফুল্কারন্ধ্র মাথার নিচে থাকে।
ফুলকা আচড়া নেই। দুইটি প্রিম্যাক্সিলা আছে। সাধারণত ভোমার
এবং এথময়েড একত্রে একক অস্থি তৈরি করে। ম্যাক্সিলাতে দাঁত
থাকে। কোন পাইলোরিক উপাঙ্গ থাকে না।
জীবনচক্রে লেপ্টোসেফালাস লার্ভা দেখা যায়। আঁইশ সাধারণত থাকে না
তবে থাকলে সেগুলি সাইক্লয়েড প্রকৃতির, ক্ষুদ্র এবং ত্বকে গাঁথা
থাকে। কানসা দণ্ড ৬ থেকে ৪৯টি। পার্শ্বরেখা এবং অঙ্গ থাকে প্রায়
অস্পষ্ট। নালিকাযুক্ত পটকা থাকে।
এদেরকে সমুদ্র, স্বাদুপানি এবং ঈষৎ লোনাপানিতে পাওয়া যায়। এই মাচের
বিশেষ বৈশিষ্ট্য হল ক্ষুদ্র ছিদ্রের মধ্যে গোঁজের ন্যায় আটকে থাকতে
পারে। এরা কিছু প্রজাতি জলাশয়ের নরম তলদেশের গর্তে বাস করে। এই
জাতীয় কিছু প্রজাতি গভীর সমুদ্রতলের তলদেশের পানির প্রবল চাপে
বসবাস করতে পারে।।
এই বর্গের চারটি উপবর্গ আছে। এগুলো হলো–
- Anguilloidei
- Congroidei
- Nemichthyoidei
- Synaphobranchoidei