Kingdom: Animalia
Phylum: Chordata
Class: Actinopterygii
Subclass: Neopterygii
Infraclass: Teleostei
Superorder: Elopomorpha
Order: Anguilliformes
Suborder: Anguilloidei

এ্যাঙ্গুইল্লোডেই
ইংরেজি :
Anguilloidei

Anguilliformes বর্গের একটি উপবর্গ। এই উপবর্গের মাছগুলো বাইন জাতীয়। এদের দেহ  দেহ মোটা এবং লম্বা, সম্মুখ প্রান্তে চোঙ্গাকৃতির কিন্তু পশ্চাতে চাপা। দেহ অতি ক্ষুদ্র ক্ষুদ্র আঁইশ আবৃত থাকে। ফুলকারন্ধ্র বক্ষ পাখনার উৎপত্তির নীচে খাড়া চিড় বিশিষ্ট। বক্ষপাখনা উন্নত কিন্তু কোন শ্রোণীপাখনা থাকে না। এই উপবর্গকে মোট ছয়টি গোত্রে ভাগ করা হয়েছে। এই গোত্রগুলো হলো