Kingdom: Animalia |
মোরিঙ্গুইডি
ইংরেজি :
Moringuidae।
সাধারণভাবে ইংরেজিতে বলা হয়
spaghetti eels
বা worm eels।
Anguilliformes
বর্গের অন্তর্গত
Anguilloidei
উপবর্গের এই গোত্র বিশেষ। এই
গোত্রের মাছগুলো
দেহ বেশ লম্বা, সূতার ন্যায়।
এই কারণে এদেরকে সাধারণভাবে
সরু বা
সূত্রাকার বাইন বলা হয়।
এদের দেহে কোন অাঁইশ থাকে না
এবং ফুলকা ছিদ্র
থাকে দেহের অনেক নিচের
দিকে। এদের
পৃষ্ঠীয় পাখনা শুধু লেজের উপর অবস্থিত এবং কিছুটা চাপা। পায়ুপাখনা
মধ্যখানে কিছুটা অস্পষ্ট কিন্তু পিছনের
দিকটা উন্নত এবং
তা পুচ্ছপাখনার সাথে
মিলিত অবস্থায় থাকে।
পৃষ্ঠীয় এবং পায়ুপাখনা পশ্চাতে ক্ষুদ্র ভাজের
আকারে থাক। পুচ্ছ পাখনা পর্যন্ত
প্রসারিত এবং
বক্ষ পাখনা অষ্পষ্ট বা অনুপস্থিত থাকে।
এদের চোখ
ক্ষুদ্র। গলবিলের ফুলকা রন্ধ্র প্রশস্ত চিরের ন্যায় এবং সরু ও অবনত।
পশ্চাৎ নাসারন্ধ্র চোখের সম্মুখে অবস্থিত। জিহবা মুক্ত নয়। কাশেরুকা
৯৮ থেকে ১৮০টি। সুস্পষ্ট যৌনদ্বিরূপিতা
রয়েছে। একারণে এদের লিঙ্গ নির্ধারণে
সমস্যা দেখা দেয়। এই গোত্রের অধীনে দুটি গণ
রয়েছে। এই গণ দুটি হলো–
- Moringua
- Neoconger