Kingdom: Animalia |
মোরিঙ্গুয়া
ইংরেজি :
Moringua।
সাধারণভাবে ইংরেজিতে বলা হয়
spaghetti eels
বা worm eels।
Anguilliformes
বর্গের অন্তর্গত
Anguilloidei
উপবর্গের এই গোত্র বিশেষ। এই
গোত্রের মাছগুলো
দেহ বেশ লম্বা, সূতার ন্যায়।
এই কারণে এদেরকে সাধারণভাবে
সরু বা
সূত্রাকার বাইন বলা হয়।
এদের দেহে কোন অাঁইশ থাকে না
এবং ফুলকা ছিদ্র
থাকে দেহের অনেক নিচের
দিকে। এদের
পৃষ্ঠীয় পাখনা শুধু লেজের উপর অবস্থিত এবং কিছুটা চাপা। পায়ুপাখনা
মধ্যখানে কিছুটা অস্পষ্ট কিন্তু পিছনের
দিকটা উন্নত এবং
তা পুচ্ছপাখনার সাথে
মিলিত অবস্থায় থাকে।
পৃষ্ঠীয় এবং পায়ুপাখনা পশ্চাতে ক্ষুদ্র ভাজের
আকারে থাক। পুচ্ছ পাখনা পর্যন্ত
প্রসারিত এবং
বক্ষ পাখনা অষ্পষ্ট বা অনুপস্থিত থাকে।
এদের
দেহ বেশ বড় এবং সরু, ধড়টি তুলনামূলকভাবে লেজ
অপেক্ষা বড়। ফুলকরন্ধ্র অপেক্ষাকৃত সরু এবং
নিচু। মুখ সরু চিড়
বিশিষ্ট। চোয়ালে এক সারি দাঁত বিদ্যমান। পৃষ্ঠীয় এবং পায়ুপাখনা
ঝিল্লীময় এবং পায়ুর মধ্যদিয়ে উল্লম্ব রেখার পিছনে অল্প দূরত্বে
অবস্থিত; উভয়ই ক্ষুদ্র পুচ্ছপাখনা পর্যন্ত প্রসারিত। পায়ু দেহের
মধ্যভাগ থেকে অনেক পিছনে অবস্থিত।
এই গোত্রের অধীনে দুটি প্রজাতি
রয়েছে। এই প্রজাতিগুলো হলো–
- Moringua abbreviata (Bleeker, 1863)
- Moringua arundinacea (McClelland, 1844) (Bengal spaghetti eel)
- Moringua bicolor Kaup, 1856
- Moringua edwardsi (D. S. Jordan & Bollman, 1889) (Spaghetti eel)
- Moringua ferruginea Bliss, 1883 (Rusty spaghetti eel)
- Moringua javanica (Kaup, 1856) (Java spaghetti eel)
- Moringua macrocephalus (Bleeker, 1863)
- Moringua macrochir Bleeker, 1855
- Moringua microchir Bleeker, 1853 (Lesser thrush eel)
- Moringua penni L. P. Schultz, 1953 (Penn's thrush eel)
- Moringua raitaborua (F. Hamilton, 1822) (Purple spaghetti eel)