Kingdom: Animalia |
রাটা বাম (বরুয়া)
ইংরেজি :
Purple Spaghetiti eel।
Moringuidae
গোত্রের বাইম জাতীয় মাছ।
এদের দেহে কোনো অাঁইশ থাকে না।
দেহ লম্বায় সর্বোচ্চ ৪৪ সেন্টিমটার পর্যন্ত হয়। মাথা তুলনামূলক
ভাবে খাট এবং মোটা। এই কারণে মাথা থেকে দেহকে আলাদা করে চেনা
মুশকিল। পশ্চাৎ কপালাস্থির (occipital)
চূড়া উন্নত নয়। কশেরুকা প্রায় ১০৪টি। কানসা-দণ্ড ১২ থেকে ১৩টি
থাকে।
দেহের আকার চোঙ্গার মতো। লেজ কিছুটা চাপা। ফুলকা রন্ধ্র বক্ষপাখনা
উৎপত্তির পূর্বে চিড় রয়েছে। এদের উভয় চোয়াল সমান। চোখ ছোট, এটি
থুঁতনী শীর্ষ অপেক্ষা মুখের কোণের অনেক কাছে অবস্থিত। দাঁত সূচালো,
একক সারিতে অবস্থিত এবং ম্যাক্সিলা, চোয়াল ও ভোমার বরাবর পিছনমুখী।
পশ্চাৎ এবং সম্মুখ নাসারন্ধ্র মাথায় গর্তের সৃষ্টি করেছে।
পৃষ্ঠীয়
পাখনা কিছুটা উন্নত এবং পায়ুর সামান্য পিছনে শুরু হয়েছে। পৃষ্ঠীয়
এবং পায়ু উভয় পাখনাই মাঝখানে অনুন্নত কিন্তু পশ্চাতে উন্নত ও
পুচ্ছপাখনা সঙ্গে যুক্ত। বক্ষপাখনা ছোট ও গোলাকৃতির। শ্রোণীপাখনা
অনুপস্থিত। পুচ্ছপাখনা গোলাকৃতির। দেহের উপরের অংশ তাম্রবর্ণ,
জলপাই অথবা রক্ত বর্ণের হয়ে ধাকে। দেহের নিচের অংশ রূপালি অথবা
হলুদাভ সাদা। পার্শ্বরেখা অঙ্গের উপর দেহের উপরিভাগে ক্ষুদ্র
ক্ষুদ্র কালো দাগ থাকে।
এরা জলাশয়ের তলদেশে বাস করে। নদী এবং নদীর মোহনায় পাওয়া যায়।
বাংলাদেশে মেঘনা নদীতে এটি সহজলভ্য মাছ। ভারতের গঙ্গা নদীর মোহনা
এদের পাওয়া যায়। বাংলাদেশ ভারত ছাড়াও নেপাল, ইন্দোনেশিয়া,
ফিলিপাইনে এই মাছ পাওয়া যায়।
এরা মাংসাশী। মূলত ছোট ছোট মাছ খাদ্য হিসেবে গ্রহণ করে। অন্যান্য
খাবারের মধ্যে ক্রাস্টেশিয়ান্স ও সেফালোপড্স রয়েছে। এরা নদীর
তলদেশে গর্তে বসবাস করে, রাতে ছোট মাছ শিকারের জন্য খড় কুটাময়
আবর্জনায় অপেক্ষা করে।
IUCN Bangladesh
(2000) এর লাল তালিকায়
এটি আশংকাজনক প্রাণী হিসেবে চিহ্নিত নয়।