Kingdom: Animalia
Phylum: Chordata
Class: Actinopterygii
Subclass: Neopterygii
Infraclass: Teleostei
Superorder: Elopomorpha
Order: Anguilliformes
Suborder: Anguilloidei
Family: Anguillidae
Rafinesque, 1810

স্বাদু-পানির বাইন
ইংরেজি :
Anguillidae

Anguilliformes বর্গের অন্তর্গত Anguilloidei বর্গের গোত্র বিশেষ। এই উপবর্গের প্রজাতিগুলোকে সাধারণভাবে স্বাদু পানির বাইন জাতীয় মাছ বলা হয়।

এদের দেহ  দেহ মোটা এবং লম্বা, সম্মুখ প্রান্তে চোঙ্গাকৃতির কিন্তু পশ্চাতে চাপা। পার্শ্বরেখা  সুস্পষ্টভাবে দেখা যায়।

দেহ অতি ক্ষুদ্র ক্ষুদ্র আঁইশে আবৃত থাকে। আঁইশগুলো ত্বকে গাঁথা থাকে। ফুলকারন্ধ্র বক্ষ পাখনার উৎপত্তির নিচে খাড়া চিড় রয়েছে। বক্ষপাখনা উন্নত, কিন্তু কোন শ্রোণীপাখনা থাকে না। এদের পৃষ্ঠীয় এবং পুচ্ছ পাখনা প্রসারিত হয় এবং উভয় পাখনা পায়ু পাখনার সঙ্গে যুক্ত থাকে। সম্মুখের নাসারন্ধ্র নলাকার কিন্তু পশ্চাৎ নাসারন্ধ্র চোখের সম্মুখে গর্তের মতো। চোয়াল এবং ভোমারে অবস্থিত দাঁতগুলো ক্ষুদ্রাকৃতির এবং সারিতে বিন্যস্ত।

এরা সমুদ্রের সাথে যুক্ত রয়েছে এমন জলাশয়ে বাস করে। এই গোত্রের বাইন সমুদ্রে ডিম পাড়ে। একটু বড় হলে এরা স্বাদু পানিতে চলে আসে। ডিম পাড়ার জন্য এর সমুদ্রে গিয়ে আবার স্বাদু পানিতে ফিরে আসে। শেষ বয়সে এরা সমুদ্রে ফিরে যায়। পূর্ব প্রশান্ত ও দক্ষিণ আটলান্টিক মহাসাগর ছাড়া গ্রীষ্মমণ্ডলীয় এবং শীতপ্রধান সমুদ্রে এবং তৎসংলগ্ন নদীতের এদের বেশি দেখা যায়। এর সবগুলো প্রজাতিই মানুষের খাদ্য হিসেবে সমাদৃত।

এই গোত্রের এক মাত্র গণ হলো-
Anguilla