Kingdom: Animalia
Phylum: Chordata
Class: Actinopterygii
Subclass: Neopterygii
Infraclass: Teleostei
Superorder: Elopomorpha
Order: Anguilliformes
Suborder: Anguilloidei
Family: Anguillidae
Genus:  Anguilla, Garsault, 1764

এ্যাঙ্গুইল্লা
ইংরেজি :
Anguilla

Anguillidae গোত্র একমাত্র গণ। এই গণের প্রজাতিগুলোকে সাধারণভাবে স্বাদু পানির বাইন জাতীয় মাছ বলা হয়।

এদের দেহ লম্বা, মোটা, সম্মুখ প্রান্তে চোঙ্গাকৃতির এবং লেজ বরাবর মধ্যম চাপা। থুঁতনী গোলাকার, মুখ প্রান্তীয় এবং স্বাভাবিক বড় এবং ঠোঁট মোটা। দাঁত ক্ষুদ্র এবং মোচাকৃতির বহুক্রমিক হয়ে। চোয়াল এবং ভোমারে সরু থেকে পর্যায়ক্রমে প্রশস্ত ডোরা তৈরি করে। সম্মুখের নাসারন্ধ্র নালীর ন্যায়, পশ্চাৎ নাসারন্ধ্র চোখের সম্মুখে গর্তের ন্যায়। ফুলকা রন্ধ্র বক্ষপাখনার সম্মুখে একটি খাড়া চির এর ন্যায় থাকে। কানসাদণ্ড বেশ দীর্ঘ, কিন্তু অংকীয় দেশে পর্যায়ক্রমিকভাবে আবৃত নয়।
 
পাখনায় কোন কাঁটা থাকে না। পৃষ্ঠীয় এবং পায়ুপাখনা লেজের চারপার্শ্বে নিরবচ্ছিন্ন অবস্থায় থাকে। বক্ষপাখনা রয়েছে, তবে কোনো শ্রোণীপাখনা নাই।

ছোটো অবস্থায় এদের ত্বকে ক্ষুদ্র ডিম্বাকৃতি আঁইশ প্রোথিত থাকে, কিন্তু তরুণ মাছে থাকে না। পার্শ্বরেখা অঙ্গ সুস্পষ্ট, একসারি ক্ষুদ্র সাদা ছিদ্র রয়েছে। নিচে এই গণের প্রজাতিগুলোর তালিকা দেওয়া হলো।

  • Anguilla anguilla (Linnaeus, 1758) (European eel)
  • Anguilla australis J. Richardson, 1841
    • Anguilla australis australis J. Richardson, 1841 (short-finned eel)
    • Anguilla australis schmidti Phillipps, 1925
  • Anguilla bengalensis (J. E. Gray, 1831)
  • Anguilla bicolor McClelland, 1844
    • Anguilla bicolor bicolor McClelland, 1844 (Indonesian shortfin eel)
    • Anguilla bicolor pacifica E. J. Schmidt, 1928 (Indian shortfin eel)
  • Anguilla breviceps Y. T. Chu & Y. T. Jin, 1984
  • Anguilla celebesensis Kaup, 1856 (Celebes longfin eel)
  • Anguilla dieffenbachii J. E. Gray, 1842 (New Zealand longfin eel)
  • Anguilla interioris Whitley, 1938 (Highlands longfin eel)
  • Anguilla japonica Temminck & Schlegel, 1847 (Japanese eel)
  • Anguilla luzonensis S. Watanabe, Aoyama & Tsukamoto, 2009 (Philippine mottled eel)
  • Anguilla malgumora Kaup, 1856 (Indonesian longfinned eel)
  • Anguilla marmorata Quoy and Gaimard, 1824 (Giant mottled eel)
  • Anguilla megastoma Kaup, 1856 (Polynesian longfin eel)
  • Anguilla mossambica (W. K. H. Peters, 1852) (African longfin eel)
  • Anguilla nebulosa McClelland, 1844 (mottled eel)
  • Anguilla nigricans Y. T. Chu & Y. T. Wu, 1984
  • Anguilla obscura Günther, 1872 (Pacific shortfinned eel)
  • Anguilla reinhardtii Steindachner, 1867 (speckled longfin eel)
  • Anguilla rostrata (Lesueur, 1817) (American eel)