Kingdom: Animalia
Phylum: Chordata
Class: Actinopterygii
Order: Osteoglossiformes
Family: Notopteridae
Genus: Chitala
Species: Chitala chitala
F. Hamilton, 1822

চিতল
সমনাম: চিতল, চিত্রফল, চিত্রফলক, চিত্রল
চিতালা
গণের প্রজাতি বিশেষ। এর বৈজ্ঞানিক নাম- Chitala chitala (Hamilton, 1822)
ইংরেজি নাম :
Humped Featherback, Clown knife fish, chitala

এদের দেহ প্রসারিত চাপা। পিঠের অগ্রভাগ দৃঢ়ভাবে কুঁজো। মাথা চাপা এবং প্রা-অক্ষিকোটর মসৃণ। লেজ লম্বা এবং ক্রমান্বয়ে চাপা। মুখ বৃহৎ, থুঁতনি অধিক সুস্পষ্ট, ম্যাক্সিলা মোটামুটি চোখের পশ্চাৎ কিনারার পেছন পর্যন্ত প্রসারিত হয়। প্রি-ম্যাক্সিলায় অবস্থিত দাঁতগুলি অপেক্ষাকৃত বড়, কিন্তু ম্যাক্সিলার দাঁতগুলি সূক্ষ্ম। নিম্ন চোয়ালে দাঁতগুলি মোটামুটিভাবে ক্ষুদ্রতর, প্রসারিত এবং পার্শ্বীয়ভাবে বাঁকা ির শীর্ষে খুব বাঁকা আংটার মতো এক জোড়া দাঁত থাকে। কানকো লম্বিকা (Flap) বৃহৎ ও পর্দাযুক্ত। উদরে ৩৭ থেকে ৪৫ জোড়া কাঁটা আছে। পার্শ্ব রেখা অঙ্গ সম্পূর্ণ। অসংখ্যা সূক্ষ্ম সাইক্লয়েড শে দেহ ঢাকা থাকে। শ্রোণী ও গলার মাঝে উদারীয় কিনারায় প্রায় ৫০টি খাঁজ । দীর্ঘ পৃষ্ঠের প্রায় মাঝখানে ক্ষুদ্র পালক সদৃশ পৃষ্ঠীয় পাখনা পুচ্ছ পাখনা লেজের প্রায় শেষ প্রান্তে ৫-৯টির মতো গোলাকার কালো দাগ থাকে। পৃষ্ঠীয় পাখনা হলুদাভ ধূসর বর্ণের। ১০০ সেন্টিমিটার লম্বা হয়।


এরা মোটামুটি জলাশয়ের তলদেশে বসবাস করে। এরা মৎস্যভূক এবং শিকারী মাছ। মাছ ছাড়াও এরা পানির পোকামাকড়, শামুক, ইত্যাদিখেয়ে জীবনধারণ করে।

বাংলাদেশে
ি একটি সুপরিচিত মাছ ভারত ও পাকিস্তানের ি, ভারতের গঙ্গা-ব্রহ্মপুত্র নদীতে এদের পাওয়া যায়। মায়ানমার, থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইন


সূত্র
http://en.wikipedia.org/wiki/Chitala_chitala