Kingdom: Animalia |
চিতালা
সংস্কৃত চিত্রফল>বাংলা চিতল>ইংরেজি
Chitala>
চিতালা।
বিশেষ্য। কর্ডাটা পর্বের মৎস্য হিসাবে চিহ্নিত এ্যাক্টিনোপটেরিজিয়াই (Actinopterygii)
শ্রেণির একটি গণ। ১৯৩৪ খ্রিষ্টাব্দে এর নামকরণ করেন মার্কিন জীববিজ্ঞানী
Henry Weed Fowler
।
এই গণের মাছগুলোর
দেহ
প্রশস্থ, দৃঢ়ভাবে চাপা, সূক্ষ্ম
আইঁশযুক্ত।
এদের পুচ্ছদেশ দীর্ঘ
এবং ক্রমান্বয়ে সরু। উদরীয় কিনারা খাঁজযুক্ত ও প্রায় ২৮টি স্কুট রয়েছে। মস্তক চাপা
এবং দীর্ঘ ত্বকীয় কানকো লম্বিকা যুক্ত। মুখ
বেশ
প্রশস্ত। চোয়ালের উপরের
দাঁতগুলি ক্ষুদ্র, এছাড়াও জিহবা ও প্লেটে দাঁত রয়েছে। ফুলকা পর্দা গোড়ার দিকে মিলিত
হয়েছে কিন্তু এটি যোজকবিহীন। পৃষ্ঠীয়-পাখনা
ক্ষুদ্র এবং পালকের ন্যায়, দীর্ঘপৃষ্ঠের প্রায় মাঝখানে প্রবিষ্ট।
৭-১০টি পাখনাদণ্ডযুক্ত
পায়ু-পাখনা
ফিতার মতো দীর্ঘ এবং
খুরের মতো
তীক্ষ্ণ।
শ্রোণী পাখনা লুপ্তপ্রায়।
পায়ু অনেক সম্মুখে অবস্থিত।
এই গণের প্রজাতিগুলো হলো-
Chitala blanci (d'Aubenton,
1965) (Indochina featherback)
Chitala
borneensis (Bleeker, 1851)
Chitala chitala (F.
Hamilton, 1822) (Clown knifefish)
Chitala
hypselonotus (Bleeker, 1852)
Chitala
lopis (Bleeker, 1851) (Giant featherback)
Chitala
ornata (J. E. Gray, 1831) (Clown featherback)