Tenualosa (টেনুয়ালোসা)
 

Kingdom: Animalia
Phylum: Chordata
Class: Actinopterygii
Order: Clupeiformes
Family: Clupeidae
Genus: Tenualosa

Clupeiformes বর্গের অন্তর্গত Clupeidae গোত্রের একটি গণ। ১৯৩৪ খ্রিষ্টাব্দে এর নামকরণ করেছিলেন Fowler।এই গণের প্রজাতিগুলো দেহ চাপা, উদরের দিক ধারালো এবং স্কুটযুক্ত এদের চোয়াল প্রায় সমান, তবে ঊর্ধ্বচোয়ালে মাঝখানে নির্দিষ্ট খাঁজ থাকে। ঠোঁটে কিছুটা স্থূলা। ফুলকা দণ্ডিকা সুক্ষ্ম এবং বহু সংখ্যক ফুলকা থাকে। পায়ুপাখনা ক্ষুদ্র এবং পৃষ্ঠীয় পাখনার দেহকাণ্ডের মাঝামাঝি স্থানের কিঞ্চিৎ নিচে দেখা যায়।

 

এই গণের প্রজাতি সংখ্যা পাঁচটি। এই প্রজাতিগুলো হলো-

  • Tenualosa ilisha (F. Hamilton, 1822) সাধারণ ইলিশ
  • Tenualosa macrura (Bleeker, 1852) (Longtail shad)
  • Tenualosa reevesii (J. Richardson, 1846) (Reeves' shad)
  • Tenualosa thibaudeaui (J. Durand, 1940) (Laotian shad)
  • Tenualosa toli (Valenciennes, 1847) চন্দনা ইলিশ