গাবা
এটি একটি
এ্যামিনো এ্যাসিড।
পুরো নাম-
গামা এ্যামিনোবিউটাইরিক অ্যাসিড (gamma-Aminobutyric
acid= GABA)।
এটি স্নায়ুতন্ত্রের একটি
নিউরোট্রান্সমিটার।
রাসায়নিক সঙ্কেত C4H9NO2।
গ্লাইসিন নামক অপর একটি
নিউরোট্রান্সমিটার-এর
সাথে যুক্ত হয়ে স্নায়ু উত্তেজনাকে প্রশমিত করে। সাধারণত ঘুমের ওষুধ (যেমন বেনজো ডায়াজিপাইনস গ্রুপ) এবং খিঁচুনির ওষুধ হিসাবে
ব্যবহৃত ঔষধগুলো গাবা-এর কার্যক্রম বৃদ্ধি করে। মাঝ বয়েসের পরে হানটিংটন ডিজিজ নামের এক ধরণের বংশগত
রোগ রয়েছে। এই রোগে আক্রান্ত ব্যক্তি চলাফেরা ও হাত পা নাড়াচাড়া করার মধ্যে
ছন্দবদ্ধতা বা নিয়ন্ত্রণ রাখতে পারে না। ধারণা করা হয়, গাবা-উৎপাদনকারী
স্নায়ুকোষগুলোর
মৃত্যুর কারণে এই রোগের উদ্ভব হয়।