নেগ্রোইড জাতি
ইংরেজি : Negroid

দৈহিক বৈশিষ্ট্যের বিচারে নৃবিজ্ঞানে ব্যবহৃত একটি শব্দ। নিগ্রো শব্দটি দ্বারা মূলত আফ্রিকার কালো মানুষদেরকে বুঝায়। বর্তমানে কিন্তু নেগ্রোইড বলতে মানুষের একটি প্রাধন জাতিসত্তাকে বুঝায়।

প্রায় ১ লক্ষ ২৫ হাজার বৎসর আগে এদের আদি এশিয়া মহাদেশে ছড়িয়ে পড়েছিল। এই আদি দলটিকে নৃবিজ্ঞানীরা নাম দিয়েছেন নেগ্রিটো। এরপর অপর একটি দল আফ্রিকা থেকে বেরিয়ে এশিয়া, ইউরোপ, অস্ট্রেলিয়ায় বসতি স্থাপন করেছিল। এদেরকে সাধারণভাবে বলা হয় প্রোটো-অস্ট্রালয়েড


ককেশীয়দেরকে প্রধানত চারটি ভাগে ভাগ করা হয়ে থাকে। এই ভাগগুলো হলো