ব্রাহুই
ইংরেজি : Brahui.

দ্রাবিড় ভাষাভাষীর গোষ্ঠীর একটি প্রাচীন জনগোষ্ঠী। এরা মূলত যাযাবর। এদের মূল পেশা পশুপালন। এরা দৈহিকভাবে অত্যন্ত শক্তিশালী। গায়ের রঙ ভারতীয় দ্রাবিড়দের মতো কালো নয়। দৈর্ঘ্যের বিচারেও ভারতীয় দ্রাবিড়দের তুলনায় লম্বা। দেখতে বেশ সুশ্রী।

পাকিস্তনের পাকিস্তান-আফগানস্থান সীমান্ত বরাবর। এর নিকটবর্তী পাকিস্তানের বেলুচিস্তান অবস্থিত। এর চারপাশের ইন্দো-ইরানিয়ানিয়ান ভাষাভাষীর মধ্যে দ্রাবিড় গোষ্ঠীর ভাষাভাষীরা কি করে পৃথক একটি ভাষাগোষ্ঠী প্রবেশ করলো, তা নিয়ে নানা বিতর্ক আছে। অনেকে মনে করেন, খ্রিষ্টপূর্ব ৫০০০ বৎসর আগে যখন সিন্ধু সভ্যতার আমলে বা তার পরে দ্রাবিড়দের একটি অংশ এই অঞ্চলে বসবাস করা শুরু করেছিল এবং এখনো তারা আছে। অনেক মনে করেন, খ্রিষ্টীয় ১৩শ ১৪শ শতাব্দীতে মুসলিম শাসনামলে এরা মধ্য ভারত থেকে বেলুচিস্তানে এসে বসবাস শুরু করেছিল। আবার অনেকে এমনটাও বলে থাকেন যে, এরা খ্রিষ্টপূর্ব ১০০০ হাজার বছর আগে ভারতের দক্ষিণাঞ্চল থেকে বেলুচিস্তানে প্রবেশ করেছিল। ব্রাহুই ভাষার শব্দের বেশিরভাগ এসেছে প্রাচীন ইরানী ভাষা থেকে। এই ভাষায় প্রচুর বালুচ, সিন্ধি, পস্তু শব্দের ব্যবহার লক্ষ্য করা যায়।

ব্রাহুইদের প্রায় ২৯টি উপগোষ্ঠী আছে। ১৬০০ খ্রিষ্টাব্দের দিকে এই গোষ্ঠীর প্রধান নাসির খান এই অঞ্চলে আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়েছিল। পরবর্তী ১৭০০ খ্রিষ্টাব্দ পর্যন্ত এদের আধিপত্য বজায় ছিল। পরে ধীরে ধীরে অন্যান্য গোষ্ঠীর ক্রমবর্ধমান শক্তির কাছে এরা ম্রিয়মাণ হয়ে যায়।

এদের ভাষার নাম ব্রাহুই। লোকসংখ্যা প্রায় আড়াই লাখ। এদের প্রায় ৯৯ ভাগ মুসলামান। বাকি ১ ভাগ খ্রিষ্টান।


সূত্র :
http://www.joshuaproject.net/people-profile.php?peo3=10959
http://en.wikipedia.org/wiki/Brahui_people