গ্যাস্ট্রোপোডা

বানান বিশ্লেষণ: গ্+য্+আ+স্+ট্+র্+ও+প্+ও+ড্+আ
উচ্চারণ:
gæs.
ʈro.poɖa (গ্যাস্.ট্রো.পো.ডা)

গ্যাস্.ট্রো.পো.ডা [গ্যাস্ একাক্ষর হিসেবে উচ্চারিত হবে। এর সাথের ট্র পৃথক ট্রো ধ্বনি হিসেবে উচ্চারিত হবে। অবশিষ্ট পো এবং ডা দুটি একাক্ষর হিসেবে উচ্চারিত হবে।]

শব্দ-উৎস: প্রাচীন গ্রিক γαστήρ (gastér, stem: gastr-) "stomach", and πούς (poús, stem: pod-) "foot" (পাকস্থলী-পদ)>ইংরেজি Gastropoda>গ্যাস্ট্রোপোডা। ১৭৯৫ খ্রিষ্টাব্দে এর নামকরণ করেছিলেন ফরাসি জীববিজ্ঞানী
Georges Cuvier

পদ: বিশেষ্য

Kingdom (রাজ্য): Animalia

Phylum (পর্ব): Mollusca

Class ( শ্রেণি): Gastropoda

অর্থ: প্রাণিরাজ্যের মোলাস্কা (Mollusca) পর্বের একটি শ্রেণি বিশেষ। ১৭৯৫ খ্রিষ্টাব্দে এর নামকরণ করেছিলেন কুভের (Cuvier) । সাধারণভাবে শামুক জাতীয় প্রাণীকে এই শ্রেণির অন্তর্গত করা হয়েছে। দৈহিক বৈশিষ্ট্যানুসারে এখন পর্যন্ত এই শ্রেণির প্রাণীগুলোকে ৬১১টি গোত্রে ভাগ করা হয়েছে। এই শ্রেণির প্রজাতিসংখ্যা প্রায় ৭৪ হাজার।

 

মোলাস্কা পর্বের প্রাণীর আবির্ভাব ঘটেছিল ৫ কোটি ৪০ লক্ষ্ বৎসর থেকে ৫০ কোটি ৫০ লক্ষ বৎসরের ভিতরে ক্যাম্ব্রিয়ান অধিযুগে (Cambrian period)। কিন্তু মোলাস্কা পর্বের এই শ্রেণির প্রাণীগুলো ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল সাগরে এবং ডাঙায়।

 

এদের বেশিরভাগের খোলস সমকোণী প্যাচকে কেন্দ্র করে গঠিত। ফলে খোলসে নানাধরনের কোণের সৃষ্টি করে। অবশ্য পরিণত বয়সে এদের এসব কোণ হারিয়ে যায়। ফলে প্রজাতিভেদে এদের বাইরের আকার বিচিত্র রকমের হয়ে যায়। জাতিগত বৈশিষ্ট্য হিসেবে দেখা যায়, এদের দেহ পাকানো অবস্থায় থাকে।  এদের খোলসের ভিতরের নরম দেহ এবং মাথা ও পা বরাবর প্রায় ১৮০ ডিগ্রি মোচড়ানো থাকে। এই দেহকে ঘিরে রয়েছে প্যালিয়াম আবরণ। এই আবরণ এর খোলসের নিচে থাকে। এর সাথে যুক্ত থাকে মোলাস্কীয় ফুলকা। এই ফুলকা মূলত থাকে এর মাথার পিছনের উপরিভাগে। আদি গ্যাস্ট্রোপোডাগুলোর দেহে একজোড়া ফুলকা দেখা যায়।

 

মোলাস্কা পর্বের গ্যাস্ট্রোপোডা শ্রেণির প্রাণিগুলোকে জীববিজ্ঞানীরা নানাভাবে ভাগ করেছেন। ১৭৯৭ খ্রিষ্টাব্দে ফরাসি জীববিজ্ঞানী Georges Cuvier এই শ্রেণিকে বিভাজন করেছিলেন, তা অনেকেই মান্য করে থাকেন। নিচে  Georges Cuvier -এর শ্রেণিবিভাজন দেখানো হলো।

 

সূত্র: Taxonomy of the Gastropoda (Ponder & Lindberg, 1997)

 

Class Gastropoda Cuvier, 1797
Incertæ sedis

    Subclass Eogastropoda Ponder & David R. Lindberg, 1996 (earlier: Prosobranchia)


তথ্য :