কড়ি [স্থাপত্য]
ইংরেজি : Beam
অন্যান্য নাম : আড়া, কড়ি, কড়িবর্গা

ঊর্ধ্বক্রমবাচকতা  {কাঠামোগত-উপকরণ  | ভারবাহক | ডিভাইস | যন্ত্রকরণতা | মানবসৃষ্টি | সমগ্র | দৈহিক লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা |}

 

স্থাপত্যকর্মের একটি পারিভাষিক শব্দ। সাধারণত একটি বা দুটি স্তম্ভের উপরে স্থাপিত এমন এক ধরনের আনুভূমিক কঠিন অবলম্বন, যা অন্য কোনো বস্তুর ভার বহন করে। সাধারণত কড়ি ঘরবাড়ির স্তম্ভের উপরে আনুভূমিকভাবে কাঠ, ধাতব, কংক্রিট ইত্যাদির দ্বারা নির্মিত আড়া হিসাবে ব্যবহার করা হয়। ঘর বাড়ি ছাড়াও বিভিন্ন ক্ষেত্রে কড়ি ব্যবহার করা হয়। সকল ক্ষেত্রে কড়ি ভারবহনের অবলম্বন হিসাবে কাজ নাও করতে পারে। কোনো কোনো ক্ষেত্রে সৌন্দর্য্য বর্ধনের জন্য কড়ি ব্যবহার করা হয়ে থাকে।


সূত্র :
বাংলা একাডেমী বিজ্ঞান বিশ্বকোষ। প্রথম খণ্ড। আষাঢ় ১৪০৫, জুন ১৯৯৮।